শুক্রবার অর্থাৎ ১৩ই অগাষ্ট থেকে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। বেশ কয়েকটি উৎসব এই তারিখে পড়ায়, ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার অর্থাৎ ১৩ই অগাষ্ট থেকে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে (Banks to remain closed)। বেশ কয়েকটি উৎসব এই তারিখে পড়ায়, ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রকাশিত ব্যাঙ্কের ছুটির তালিকায় এই দিনগুলি উল্লেখিত রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল অগাষ্ট মাসে ১৫ দিন বন্ধ থাকবে সরকারি, বেসরকারি ও আরবিআই অনুমোদিত ব্যাঙ্কগুলি।
পরপর চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেখে নিন ছুটির তালিকা।
১. ১৩ই অগাষ্ট- পেট্রিয়টস ডে (ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
২. ১৪ই অগাষ্ট - মাসের দ্বিতীয় শনিবার
৩. ১৫ই অগাষ্ট - রবিবার ও স্বাধীনতা দিবস
৪. ১৬ই অগাষ্ট - সোমবার পারসি নববর্ষ (ব্যাঙ্ক বন্ধ থাকবে বেলাপুর, মুম্বই ও নাগপুরে)
মাসের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। তাই ব্যাঙ্কে যাওয়ার প্ল্যান করার আগে হাতের কাছে রাখুন ব্যাঙ্ক বন্ধ থাকার এই তালিকা, যাতে সমস্যায় পড়তে না হয়। ১৫দিন ব্যাঙ্ক বন্ধের মধ্যে রয়েছে শনি ও রবিবার। এছাড়াও রয়েছে জাতীয় ছুটি, রয়েছে স্থানীয় বা রাজ্য ভিত্তিক উৎসব অনুযায়ী ছুটি।
স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য উপহার, এল ১০ কোটি টাকার মার্সিডিজ গাড়ি
সতীত্ব পরীক্ষায় পাশ করে তবেই যোগ সেনাবাহিনীতে, মহিলা জওয়ানদের জন্য বিতর্কিত নিয়ম বাতিল
বন্ধ হয়ে যাচ্ছে এসবিআই সহ কয়েকটি ব্যাংকের লক্ষাধিক অ্যাকাউন্ট, আপনারটি এই তালিকায় নেই
আরবিআই জানায়, অগাষ্ট মাসের ১৫টি ছুটির মধ্যে ৮টি স্থানীয় ছুটি। অর্থাৎ দেশের সব ব্যাঙ্ক সেদিন বন্ধ থাকবে না বলেই জানানো হয়। তবে এই ছুটির তালিকা প্রযোজ্য হবে সব সরকারি, বেসরকারি, বিদেশী, কোঅপারেটিভ ও স্থানীয় ব্যাঙ্কগুলির ক্ষেত্রে।
এই চারদিন ছাড়াও অগাষ্টের বাকি যে দিনগুলিতে ছুটি রয়েছে, দেখে নিন সেই তালিকা।
১৯শে অগাষ্ট বৃহস্পতিবার মহরম (Ashoora)
২০শে অগাষ্ট শুক্রবার মহরম
২১শে অগাষ্ট শনিবার থিরুভোনাম
২৩শে অগাষ্ট সোমবার শ্রী নারায়ণগুরু জয়ন্তী
৩০শে অগাষ্ট সোমবার জন্মাষ্টমী
৩১শে অগাষ্ট মঙ্গলবার শ্রীকৃষ্ণ অষ্টমী
শনিবার ও রবিবার ছুটির দিনগুলি হল
২২শে অগাষ্ট রবিবার
২৮শে অগাষ্ট চতুর্থ শনিবার
২৯শে অগাষ্ট রবিবার