মার্চে শনি ও রবি ছাড়াও টানা ৮ দিন থাকবে ব্যাঙ্ক বন্ধ! কবে কবে হবে না লেনদেন? জেনে নিন

Published : Feb 27, 2025, 03:19 PM IST

মার্চে শনি ও রবি ছাড়াও টানা ৮ দিন থাকবে ব্যাঙ্ক বন্ধ! কবে কবে হবে না লেনদেন? জেনে নিন

PREV
18

আর দুদিন পর শনিবার থেকে শুরু হবে মার্চ মাস। মার্চ মাসে শনি ও রবিবার বাদে দেশের বিভিন্ন বিভাগ শহরে মোট ৮টি ব্যাংক ছুটি থাকবে।

28

মার্চে দুটি বড় উৎসব পড়ে। এছাড়া স্থানীয় কিছু উৎসবের কারণে ব্যাংক ছুটিও থাকবে। ১৪ মার্চ সারা দেশে হোলির ছুটি থাকলেও ঈদের কারণে ৩১ মার্চ দেশের বেশিরভাগ শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

38

শনি ও রবিবার মোট ৭টি ছুটি থাকবে। ৮ ও ২২ মার্চ দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৮ মার্চ মাসের দ্বিতীয় শনিবার এবং ২২ মার্চ চতুর্থ শনিবার।

48

এ ছাড়া ২, ৯, ১৬, ২৩ ও ৩০ মার্চ রবিবার থাকায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। মার্চ মাসে ২টি শনি ও ৫টি রবিবারসহ মোট ৭টি ছুটি থাকবে।

58

৭ মার্চ চাপচার কুট উৎসব উপলক্ষে মিজোরামের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ মার্চ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং কেরলের সমস্ত ব্যাঙ্ক হোলিকা দহন এবং আট্টুকাল পোঙ্গলের জন্য বন্ধ থাকবে।

68

১৪ মার্চ হোলির কারণে ত্রিপুরা, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, মণিপুর, কেরল এবং নাগাল্যান্ড বাদে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ মার্চ হোলি ও যওশাং উৎসব উপলক্ষে ত্রিপুরা, ওড়িশা, মণিপুর ও বিহারের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।

78

২২ মার্চ বিহার দিবস উপলক্ষে বিহারের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৭ মার্চ শব-ই-কদরের জন্য জম্মু ও কাশ্মীরের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ মার্চ জুমাত-উল-উইদা উপলক্ষে জম্মু-কাশ্মীরের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে মিজোরাম ও হিমাচল প্রদেশ বাদে দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।

88

উল্লেখ্য, বিহারে ১৪, ১৫ ও ১৬ মার্চ টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়া ২৭, ২৮, ৩০ ও ৩১ মার্চ জম্মু ও কাশ্মীরে ব্যাংক ছুটি থাকবে।

click me!

Recommended Stories