বাছাই করা দিন ছাড়া খোলা থাকবে না ব্যাঙ্ক! লেনদেনে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র, শুধু এই দিন তুলতে পারবেন টাকা

এবার ব্যাঙ্কিং আওয়ারস-এল বিরাট বদল! এই দিন ছাড়া আর খোলা থাকবে না কোনও ব্যাঙ্ক

Anulekha Kar | Published : Jan 9, 2025 1:56 PM
110

এবার ব্যাঙ্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভাতর সরকার। আর সব দিন খোলা থাকবে না ব্যাঙ্ক। ব্যাঙ্ক খোলা থাকবে বাছাই করা দিনে।

210

আগে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও মাসের চার রবিবার ছাড়া সবদিনই খোলা থাকত ব্যাঙ্ক। এবাস এই নিয়ম বদলাতে চলেছে কেন্দ্রীয় সরকার।

310

এবার ব্যাঙ্কে গেলেই আর টাকার লেনদেন করতে পারবেন না। এর জন্য নির্দিষ্ট কিছু দিন বেছে নিতে হবে। এ ছাড়া বদলে যাচ্ছে সময়ও।

410

আগে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণত ব্যাঙ্কে লেনদেন করা যেত। কিন্তু এখন থেকে সন্ধেবেলাতেও মিটিয়ে ফেলতে পারবেন ব্যাঙ্কের কাজ।

510

মোটামুটি সন্ধে ৬ টা পর্যন্ত ব্যাঙ্ক খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং এই নিয়ম বদলে যেতে পারে আগামী মাসের মধ্যেই। এ ছাড়া,

610

শুধু সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকবে যেকোনও ব্যাঙ্ক। শনি ও রিবার পুরোপুরি বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।

710

মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে আর কোনও রকম লেনদেন করা চলবে না বলে জানা গিয়েছে। শুধুমাত্র সোম থেকে শুক্রবারই টাকার লেনদেন করতে পারবেন।

810

বহুদিন ধরেই সপ্তাহে ৫ দিন করার জন্য আন্দোলন চালাচ্ছিলেন ব্যাঙ্ক কর্মীরা। এবার শেষমেশ তাঁদের দাবি মেনে নিতে পারে সরকার। কিন্তু

910

সপ্তাহে ৫ দিন খোলা রাখার জন্য বেশ কিছুটা বেশি সময় কাজ করতে হবে ব্যাঙ্কের কর্মীদের। এবার অতিরিক্ত বেশ কয়েক ঘণ্টা লেনদেনের কাজ চলবে।

1010

আগামী মাসের মধ্যেই পুরোপুরি বদলে যেতে পারে ব্যাঙ্কে কাজ মেটানোর সময়। খুব শিঘ্রই লাগু হচ্ছে এই নিয়ম বলে জানা গিয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos