এবার পেনশন পেতে দেরি হবে পাক্কা ২ বছর! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল সরকারি কর্মীদের জন্য?

Published : Jan 09, 2025, 02:36 PM IST

এবার পেনশন পেতে দেরি হবে পাক্কা ২ বছর! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল সরকারি কর্মীদের জন্য?

PREV
19

সরাকরি কর্মীদের জন্য বিরাট সুখবর! অবসরের বয়স বেড়ে ৬০ থেকে হল ৬২ বছর। এবার আরও ২ বছর অতিরিক্ত চাকরি করতে পারবেন সরকারি কর্মীরা।

29

ইতিমধ্যেই ডিএ বৃদ্ধির কথা জানা গিয়েছে। বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পেলেও খুব তাড়াতাড়ি আরও ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে।

39

জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে আরও ৩ শতাংশ ডিএ। এরপর মোট ডিএ ৫৬ শতাংশে দাঁড়াবে।

49

তারমধ্যেই মিলল আরও বড় সুখবর। এবার অবসরের বয়স ৬০ নয়, ২ বছর বেড়ে গিয়ে হল ৬২ বছর।

59

যারা সদ্য সরকারি চাকরি পেয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। পেনশনের দিন শুরু হবে আরও দেরিতে।

69

একের পর এক সুখবর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সঙ্গে পাল্লা দিতে পিছিয়ে নেই রাজ্য সরকারি কর্মীরাও।

79

ইতিমধ্যেই ডিএ ঘোষণা করে ফেলেছে বহু রাজ্য। তবে এখনও পর্যন্ত কোনও ডিএ ঘওষণা করা হয়নি ডিএ। 

89

তবে খুব শিঘ্রই খুশির খবর পেতে পারেন বাংলার রাজ্য সরকারি কর্মীরাও। বাংলা নববর্ষের আগেই মিলবে দারুণ সুখবর। ৪ থেকে শতাংশ ডিএ ঘোষণা করার কথা ভাবছে তৃণমূল সরকার বলে জানা গিয়েছে।

99

তবে ঠিক কবে মিলবে এই অতিরিক্ত টাকা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তাই কপালে বেশ চিন্তার ভাঁজ পড়েছে সরকারি কর্মীদের।

click me!

Recommended Stories