Cyber Crime: ফেসবুক বিজ্ঞাপনের পিছনে প্রতারণার ফাঁদ, পা দিলেই হতে পারেন সর্বশান্ত

ফেসবুকে ভুয়ো বিজ্ঞাপনে ক্লিক করে ৫ কোটি টাকার বেশি হারালেন এক ব্যক্তি। জাল স্টক বিনিয়োগের শিকার নভি মুম্বইয়ের এই বাসিন্দা। প্রথমে অল্প টাকা তুলতে পারলেও, পরে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়।
Sayanita Chakraborty | Published : Mar 26, 2025 10:21 AM
110

সাইবার প্রতারণার কথা সকলেরই জানা। প্রতিদিনই সংবাদপত্র কিংবা কোনও কোনও সংবাদমাধ্যমে উঠে আসে এমন খবর।

210

আজকাল অনলাইন জালিয়াতি দ্রুত গতিতে বেড়ে চলেছে। বিভিন্ন ভাবে মানুষকে প্রতারণা করা হচ্ছে।

310

বিভিন্ন ভাবে বোকা বানিয়ে দুষ্কৃতীরা নিয়ে নিচ্ছে ব্যক্তির সারা জীবনের সঞ্চয়।

410

সদ্য প্রকাশ্যে এল এক নতুন ধরনের প্রতারণার খবর। ফেসবুকে ভুয়ো বিজ্ঞাপনের দ্বারা করা হচ্ছে প্রতারণায

510

ফেসবুকে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখি সকলেই। প্রয়োজনীয় কিছু হলে তাতে ক্লিকও করে থাকেন অনেকেই।

610

এমনই বিজ্ঞাপনে ক্লিক করে এক ব্যক্তি ৫ কোটি টাকারও বেশি টাকা হারান। তিনি শিকার হন জাল স্টক বিনিয়োগের।

710

নভি মুম্বইয়ের ঘটনা এল প্রকাশ্যে। ফেসবুক স্ক্রল করতে গিয়ে স্টক ইনভেস্টমেন্টের একটি আকর্ষণীয় বিজ্ঞাপন দেখতে পান এক ব্য়ক্তি।

810

খুব একটা ভাবনাচিন্তা না করেই নিজের বিবরণ পূরণ করে দেন ওই ব্যক্তি। যার ফলে একটি জাল ট্রেডিং অ্যাপে অর্থ বিনিয়োগ শুরু করেন।

910

প্রথমিক ভাবে, তাকে অল্প পরিমাণে টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছিল। যা তার আত্মবিশ্বাসকে বাড়িতে তোলে। ধীরে ধীরে তিনি তার স্ত্রীর ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ৪.৭ কোটি বিনিয়োগ করেন।

1010

অ্যাপে তার লাভ ১২.২ কোটি পর্যন্ত দেখানো হয়। কিন্তু যখনই তিনি টাকা তোলার চেষ্টা করেন তখন অ্যাকাউন্ট ব্লক করে দেয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos