8th Pay Commission: অষ্টম পে কমিশন হলে এক টাকাও বেতন বাড়বে না, জেনে নিন তালিকায় কোন কোন বিভাগ

অষ্টম পে কমিশন নিয়ে জল্পনার অবসান! সকলের বেতন বাড়বে না। সুপ্রিম কোর্টের বিচারক ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের বেতন অপরিবর্তিত থাকবে।
Sayanita Chakraborty | Updated : Mar 26 2025, 04:44 PM IST
110

দীর্ঘ দিন ধরে জল্পনা চলছে অষ্টম পে কমিশন নিয়ে। এরই মাঝে অষ্টম পে কমিশন নিয়ে সামনে এল বড় খবর।

210

কেন্দ্রীয় কর্মীদের জন্য মোদী সরকার অষ্টম পে কমিশন গঠন করলে উপকৃত হবেন ৩৬.৫৭ লক্ষ সরকারি কর্মচারী এবং ৩৩.৯১ লক্ষ পেনশনভোগী।

310

অষ্টম পে কমিশন গঠিত হলে তিন গুণ বেতন বাড়বে কর্মীদের। তেমনই বাড়বে পেনশন।

410

এবার প্রকাশ্যে এল চমকপ্রদ খবর। অষ্টম পে কমিশন গঠিত হলেও এক সকলের বেতন বৃদ্ধি হবে না।

510

প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে, সুপ্রিম কোর্টের বিচারক, পাবলিক সেক্টর আন্ডারটেকিং কর্মচারী বা কোনও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের বেতনের ওপর কোনও প্রভাব পড়বে না।

610

অর্থাৎ অষ্টম পে কমিশন গঠিত হলেও বেতন বাড়বে না এই সকল কর্মীদের।

710

২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হয়েছিল। এটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে হবে পরিকল্পনা করা হচ্ছে।

810

টিওআর এবং বাজেটে অষ্টম পে কমিশনের কথা উল্লেখ না থাকায় তা গঠনে দেরি হচ্ছে হবে অনুমান সকলের।

910

অষ্টম পে কমিশন গঠনের পর কর্মচারীদের নূন্যতম বেতন হবে ৫৭ হাজার ২০০ টাকা। বেসিক হবে ৫১,৪৮০ টাকা।

1010

অষ্টম পে কমিশন গঠিত হলে নূন্যতম পেনশন হবে ২৭ হাজার ৯০০ টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos