দীর্ঘ দিন ধরে জল্পনা চলছে অষ্টম পে কমিশন নিয়ে। এরই মাঝে অষ্টম পে কমিশন নিয়ে সামনে এল বড় খবর।
কেন্দ্রীয় কর্মীদের জন্য মোদী সরকার অষ্টম পে কমিশন গঠন করলে উপকৃত হবেন ৩৬.৫৭ লক্ষ সরকারি কর্মচারী এবং ৩৩.৯১ লক্ষ পেনশনভোগী।
অষ্টম পে কমিশন গঠিত হলে তিন গুণ বেতন বাড়বে কর্মীদের। তেমনই বাড়বে পেনশন।
এবার প্রকাশ্যে এল চমকপ্রদ খবর। অষ্টম পে কমিশন গঠিত হলেও এক সকলের বেতন বৃদ্ধি হবে না।
প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে, সুপ্রিম কোর্টের বিচারক, পাবলিক সেক্টর আন্ডারটেকিং কর্মচারী বা কোনও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের বেতনের ওপর কোনও প্রভাব পড়বে না।
অর্থাৎ অষ্টম পে কমিশন গঠিত হলেও বেতন বাড়বে না এই সকল কর্মীদের।
২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হয়েছিল। এটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে হবে পরিকল্পনা করা হচ্ছে।
টিওআর এবং বাজেটে অষ্টম পে কমিশনের কথা উল্লেখ না থাকায় তা গঠনে দেরি হচ্ছে হবে অনুমান সকলের।
অষ্টম পে কমিশন গঠনের পর কর্মচারীদের নূন্যতম বেতন হবে ৫৭ হাজার ২০০ টাকা। বেসিক হবে ৫১,৪৮০ টাকা।
অষ্টম পে কমিশন গঠিত হলে নূন্যতম পেনশন হবে ২৭ হাজার ৯০০ টাকা।