সংক্ষিপ্ত

রাজ্যজুড়ে কোনও ভাবেই ঠেকানো যাচ্ছে না সিভিক পুলিশের দাদাগিরি (West Bengal Civic Police)। এবার শুধু একা সিভিক পুলিশ নয়, সঙ্গে বউকে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার সোদপুরের পানিহাটি পৌরসভা এলাকায়। সূত্রের খবর, এলাকার লোকজনদের কাছ থেকে টাকা

সোদপুর: রাজ্যজুড়ে কোনও ভাবেই ঠেকানো যাচ্ছে না সিভিক পুলিশের দাদাগিরি (West Bengal Civic Police)। এবার শুধু একা সিভিক পুলিশ নয়, সঙ্গে বউকে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার সোদপুরের পানিহাটি পৌরসভা এলাকায়। সূত্রের খবর, এলাকার লোকজনদের কাছ থেকে শুধু টাকা ধার চাইতেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। টাকার অঙ্কও একেবারে কম নয়!

জানা গিয়েছে, কারও কাছ থেকে এক লক্ষ তো কারও কাছ থেকে দেড় লক্ষ, দু-লক্ষ টাকা ধার চেয়ে বসতেন। শুধু তাই নয়, এই টাকা ধার নেওয়ার সময় কখনও বলতেন, বাচ্চার অসুস্থতার কথা। কখনও আবার অল্প সুদে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে এলাকার মহিলাদের কাছ থেকে টাকা ধার নিতেন সন্তু দেবনাথ নামের ওই সিভিক ভলেন্টিয়ার। এই কাজে সে নিজের বউ-শাশুড়িকেও ব্যবহার করত বলেও অভিযোগ উঠে এসেছে। অভিযুক্ত ওই সিভিক পুলিশের বিরুদ্ধে আদালতে যান প্রতা়রিতরা। পরে আদালতের নির্দেশে তাঁকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ধৃত সন্তু দেবনাথ ব্যারাকপুর ট্রাফিক পুলিশ বিভাগে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। সোদপুর পানিহাটির ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তু দেবনাথের বউ স্বল্প সুদে ঋণ পাইয়ে দেওয়ার নামে বাড়িতে একটি ঋণ প্রদানকারী সংস্থা খুলেছিলেন। সেখানেই এলাকার মহিলারা ঋণ নিতে তাঁদের কাছে টাকা জমা রাখছিলেন। অভিযোগ, স্বল্প সুদে ঋণ দেওয়ার নামে এলাকার নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের কাছ থেকে টাকা আদায় করত সন্তু ও তার বউ। এমনকি বাচ্চার চিকিৎসার নাম করেও এলাকার বেশ কয়েকজনের কাছ থেকেও টাকা ধার নেয় ওই দম্পতি।

জানা গিয়েছে, সম্প্রতি টাকা ধারে দেওয়া ওই মহিলারা বুঝতে পারেন যে তাঁরা প্রতারিত হয়েছেন। এরপর বিষয়টি যাচাই করতে তাঁরা সন্তুর বাড়িতে গেলে পাল্টা সন্তু ও তাঁর বউ এলাকার মহিলাদের ওপর চড়াও হয়। অকথ্য ভাষায় তাঁদের গালিগালাজ করেন বলে অভিযোগ। এমনকি একজনকে বঁটি দিয়ে কোপ মারারও অভিযোগ উঠে এসেছে। এদিকে সন্তু প্রভাবশালী হওয়ায় তাকে যে ধরা সহজ হবে না সেটা বুঝতে পেরে উকিল মারফত খড়দহ থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপরই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথকে গ্রেফতার করে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।