সাইবার প্রতারণা থেকে ডিজিটাল অ্যারেস্ট! পুলিশ সেজে বাড়িতে প্রতারকরা, নয়া ফাঁদ থেকে সাবধান

Published : Dec 29, 2024, 04:28 PM IST
IAS officer loses 5 lakh in new online scam

সংক্ষিপ্ত

ডিজিটাল প্রতারণার নয়া ফাঁদ। 

ভুয়ো গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে ভয়ও দেখানো হচ্ছে বলে অভিযোগ। তাদের ফাঁদে পা দিলেই কিন্তু বিপত্তি। এই মর্মে নয়ডায় একটি সতর্কবার্তাও জারি করা হয়েছে। একাধিক আবাসন কর্তৃপক্ষের বাসিন্দাদের হাতে সেই সতর্কবার্তা তুলেও দেওয়া হয়েছে। যদিও স্থানীয় পুলিশ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অভিযোগ পায়নি বলেই জানা গেছে।

জানা যাচ্ছে, ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে অনলাইনেই হাতিয়ে নেওয়া হচ্ছে তাকা-তথ্য। তা নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবার তার মাঝেই ‘ডিজিটাল গ্রেফতারি’র নতুন কৌশল নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে নয়ডায়। ফ্ল্যাটের বাসিন্দাদের যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাতে এমন একটি ঘটনার উল্লেখ করেছেন কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে যে, সম্প্রতি একটি আবাসনে ভুয়ো পরিচয়ে এসেছিলেন প্রতারকরা।

তারা দাবি করেছিলেন যে, তারা আদালত থেকে এসেছেন এবং বলেন কোর্ট সংক্রান্ত কাজ রয়েছে ওই আবাসনের এক পরিবারের সঙ্গে। কিন্তু আবাসনের নিরাপত্তারক্ষীরা তাদের ঢুকতে দেননি। পরে আবার পুলিশ নিয়ে এসেছিলেন তারা। কিন্তু তবে সেই পুলিশও ছিল ভুয়ো।

পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে যান নিরাপত্তারক্ষীরা। এরপর প্রতারকদের বাড়িতে ঢুকতে দেন তারা। তারপর একটি ফ্ল্যাটে গিয়ে তারা দীর্ঘ ক্ষণ দরজায় কড়া নাড়েন। গ্রেফতারির ভয়ও দেখায়। কিন্তু ওই ফ্ল্যাটের বাসিন্দারা দরজা খোলেননি। কিছুক্ষণ পর আবাসন থেকে চলে যায় অভিযুক্তরা। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ। সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয় এলাকার প্রত্যেকটি আবাসনে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তাদের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে সাইবার প্রতারণা এবং ‘ডিজিটাল গ্রেফতারি’ নিয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
এনডিএ সাংসদদের জন্য মোদীর নৈশভোজ আয়োজন: আঞ্চলিক ও বাজরা সমৃদ্ধ মেনু