110

কেন্দ্র মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা করতে পারে
সরকারি সূত্র মারফৎ জানা যাচ্ছে, কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩% বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার।
210
চলতি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর বলে বিবেচনা করা হবে
সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শেষে ঘোষণা না হলে, সরকার হোলি বা দোলের আগেই মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করতে পারে বলে সূত্রের খবর।
310
এমনিতে সরকার বছরে দুবার ডিএ বৃদ্ধি করে থাকে
সেই তারিখগুলি হল, ১ জানুয়ারি এবং ১ জুলাই।
410
গত বছরও অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধি করা হয়েছিল
তবে সেই বৃদ্ধি গত ১ জুলাই থেকে কার্যকর বলে বিবেচিত হয়েছিল।
510
অন্যদিকে, কেন্দ্র গত অক্টোবর মাসে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল
ফলে, ডিএ ৫০ শতাংশ বেড়ে হয়ে দাঁড়ায় ৫৩ শতাংশ।
610
তাছাড়া এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছিল
তারপর মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে মূল বেতনের ৫০ শতাংশে পরিণত হয়।
710
তবে এখন মহার্ঘ্য ভাতা মূল বেতনের মোট ৫৩ শতাংশ
এছাড়াও, পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ত্রাণ ৫৩ শতাংশ রয়েছে।
810
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় এবং পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়
সরকার যদি ৩ শতাংশ ডিএ বাড়ায়, তাহলে মহার্ঘ্য ভাতা বেড়ে দাঁড়াবে ৫৬ শতাংশ (Central Government DA News)।
910
ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অথবা কেন্দ্রীয় সরকার হোলির আগেই এই ঘোষণা করবে বলে জানা যাচ্ছে
এবার হোলি পড়েছে ১৪ মার্চ (Central Government DA Rate)।