মাসিক ভাতা বেড়ে ২৫০০ টাকা, সঙ্গে পাবেন বিনামূল্যে গ্যাস, রাজ্যবাসীর জন্য বিস্তর সুবিধা নিয়ে আসছে সরকার

Published : Feb 11, 2025, 10:33 AM IST

পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলারা বর্তমানে ১০০০-১২০০ টাকা পেয়ে থাকেন। বিজেপি ক্ষমতায় এলে মহিলা সম্মান নিধি প্রকল্পের আওতায় মাসিক ২৫০০ টাকা ভাতা ও বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সহ একাধিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

PREV
110

পশ্চিমবঙ্গে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার।

210

রাজ্য়ের সকল ২৫ থেকে ৬০ বছর বয়সী সাধারণ জাতির মহিলাদের ১০০০ এবং তপসিলি মহিলাদের ১২০০ টাকা করে দিয়ে থাকেন।

310

এবার মহিলারা মাসে পাবেন ২৫০০ টাকা ভাতা সঙ্গে বিনামূল্যে গ্যাস মিলবে।

410

এই সুবিধা দেবে মোদী সরকার। দিল্লিতে জয়ের আগে বিজেপি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। সেগুলো দেখে নিন এক ঝলকে।

510

বলা হয়েছিল দিল্লির মহিলাদের জন্য ভাতা চালু হবে। মহিলা সম্মান নিধি প্রকল্পের আওতায় মাসিক ২৫০০ টাকা ভাতা এবং গ্যাস সিলিন্ডার পিছু ৫০০ টাকা ভর্তুকি মিলবে। হোলি ও দিওয়ালিতে বিনামূল্যে মিলবে গ্যাস।

610

গর্ভবতী মহিলারা ছয়টি পুষ্টিকর কিট ও ২১,০০০ টাকা পাবেন। আয়ুষ্মান ভারত যোজনা চালু করে অতিরিক্ত ৫০,০০০ টাকা স্বাস্থ্য বিমা মিলবে।

710

প্রবীণদের পেনশন বাড়বে ২০০০-৩০০০ টাকা। দরিদ্র ছাত্রদের জন্য শিশু শিক্ষা থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দান।

810

প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি নিলে এককালীন ১৫,০০০ টাকা মিলবে।

910

তপসিলি জাতির ছাত্রদের জন্য আম্বেদকর ভাতা চালু করে মাসে ১০০০ টাকা অনুদান দেওয়া হবে।

1010

এরই সঙ্গে ৫০,০০০ সরকারি চাকরি তৈরি এবং ২০ লক্ষ মানুষের স্বনির্ভর হওয়ার সুযোগ দেবে সরকারষ

click me!

Recommended Stories