বিরাট ঘোষণা রাজ্য সরকারের, একধাক্কায় বেতন বাড়ানো হল ৫০০০ টাকা! বাড়ল EPF-ও
রাজ্য সরকার এবার দিল ধামাকা খবর! ডিএ নিয়ে টানাপোড়েনের মধ্যেই দুর্দান্ত ঘোষমা। রাজ্য সরকারি কর্মীদের সকলের মধ্যেই স্বাভাবিকভাবে খুশির হাওয়া বইছে। এক লাফে অনেকটাই বেতন বাড়াল রাজ্য সরকার। দেখুন মাসে কে কত টাকা পাবেন!
নতুন বছর পড়তে না পড়তেই কোটি কোটি কর্মীকে স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
তবে সেভাবে লক্ষ্মীলাভ হয়নি বাংলার সরকারি কর্মীদের।
এবার আচমকা বিরাট ঘোষণা করে ফেলল রাজ্য সরকার।
একধাক্কায় বেতন বাড়ানো হল ৫০০০ টাকা! সেইসঙ্গে বাড়ানো হয়েছে ইপিএফ-ও।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে।
প্রস্তাবে অনুমোদন পাওয়া এই প্রস্তাবের ফলে রাজ্যের কোষাগারে অতিরিক্ত ৮৯.১৫ কোটি টাকা খরচ হবে।
বেতন বৃদ্ধির পাশাপাশি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (EPF) অনুদানও বাড়িয়েছে সরকার।
আগে যদি কেউ মাসে ১১ হাজার টাকা বেতন পেতেন, এবার থেকে তাঁরা অতিরিক্ত বেতন ৫ হাজার টাকা করে বেতন পাবেন। অর্থাৎ রাজ্য সরকার তাদের মাসিক বেতন বাড়িয়ে ১৬ হাজার টাকা করেছে।
এই বৃদ্ধির ফলে রাজ্যের প্রায় ১৩,৭৪০ জন শিক্ষক উপকৃত হবেন।
জুনিয়র শিক্ষকদের ইপিএফ বাড়িয়ে ১৯৫০ করা হয়েছে। আগে এর জন্য তারা পেতেন ১৪৪৩ টাকা।
ইপিএফ সহ মোট মাসিক বেতন প্রতিটি শিক্ষকের জন্য ১২,৫৪৩ টাকা থেকে বাড়িয়ে ১৭,৯৫০ টাকা করা হয়েছে।
ওডিশার মুখ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষার প্রসারে সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছিলেন এবং আত্মবিশ্বাস ব্যক্ত করেছিলেন যে এই সিদ্ধান্তটি জুনিয়র শিক্ষকদের উপকৃত করবে এবং শিক্ষার মান উন্নত করবে।