বিরাট ঘোষণা রাজ্য সরকারের, একধাক্কায় বেতন বাড়ানো হল ৫০০০ টাকা! বাড়ল EPF-ও

রাজ্য সরকার এবার দিল ধামাকা খবর! ডিএ নিয়ে টানাপোড়েনের মধ্যেই দুর্দান্ত ঘোষমা। রাজ্য সরকারি কর্মীদের সকলের মধ্যেই স্বাভাবিকভাবে খুশির হাওয়া বইছে। এক লাফে অনেকটাই বেতন বাড়াল রাজ্য সরকার। দেখুন মাসে কে কত টাকা পাবেন!

Parna Sengupta | Published : Jan 21, 2025 10:19 AM
112

নতুন বছর পড়তে না পড়তেই কোটি কোটি কর্মীকে স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

212

তবে সেভাবে লক্ষ্মীলাভ হয়নি বাংলার সরকারি কর্মীদের।

312

এবার আচমকা বিরাট ঘোষণা করে ফেলল রাজ্য সরকার।

412

একধাক্কায় বেতন বাড়ানো হল ৫০০০ টাকা! সেইসঙ্গে বাড়ানো হয়েছে ইপিএফ-ও।

512

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে।

612

প্রস্তাবে অনুমোদন পাওয়া এই প্রস্তাবের ফলে রাজ্যের কোষাগারে অতিরিক্ত ৮৯.১৫ কোটি টাকা খরচ হবে।

712

বেতন বৃদ্ধির পাশাপাশি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (EPF) অনুদানও বাড়িয়েছে সরকার।

812

আগে যদি কেউ মাসে ১১ হাজার টাকা বেতন পেতেন, এবার থেকে তাঁরা অতিরিক্ত বেতন ৫ হাজার টাকা করে বেতন পাবেন। অর্থাৎ রাজ্য সরকার তাদের মাসিক বেতন বাড়িয়ে ১৬ হাজার টাকা করেছে।

912

এই বৃদ্ধির ফলে রাজ্যের প্রায় ১৩,৭৪০ জন শিক্ষক উপকৃত হবেন।

1012

জুনিয়র শিক্ষকদের ইপিএফ বাড়িয়ে ১৯৫০ করা হয়েছে। আগে এর জন্য তারা পেতেন ১৪৪৩ টাকা।

1112

ইপিএফ সহ মোট মাসিক বেতন প্রতিটি শিক্ষকের জন্য ১২,৫৪৩ টাকা থেকে বাড়িয়ে ১৭,৯৫০ টাকা করা হয়েছে।

1212

ওডিশার মুখ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষার প্রসারে সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছিলেন এবং আত্মবিশ্বাস ব্যক্ত করেছিলেন যে এই সিদ্ধান্তটি জুনিয়র শিক্ষকদের উপকৃত করবে এবং শিক্ষার মান উন্নত করবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos