রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা! ৬০ বছর নয় অবসরের বয়স বেড়ে হল ৬৫

Published : Jan 30, 2025, 11:26 AM IST

অবসরের বয়স বেড়ে ৬৫। সরকারি চাকরির ফাঁকা পদ পূরণ এবং কাজের ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

PREV
110

৬০ বছর বয়েসে কর্মীরা অবসর গ্রহণ করবে এই কথাই এতদিন পর্যন্ত সকলে জানত।

210

তবে এবার থেকে এতদিন সবাই যে বয়সে অবসর গ্রহণ করেছে সেই বয়সটা বৃদ্ধি পাবে। এই মর্মেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

310

অবসর গ্রহণের পরেও বহু কর্মী আছেন যারা অতিরিক্ত সময় কাজ করেছেন। অবসরের বয়স বৃদ্ধির পরিবর্তন আসতে চলেছে সেই নিয়মেই।

410

বর্তমানে সরকারি চাকরির পাওয়া হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা, যত দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে সরকারি প্রার্থির সংখ্যা।

510

শুধু বাংলা নয় দেশের এমন বহু রাজ্য আছে যেখানে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে কেলেঙ্কারি লেগেই রয়েছে।

610

এর ফলে নিয়োগ পক্রিয়ায় দেরি হয় এবং অবসর নেওয়া কর্মীর জায়গা বেশিরভাগ ফাঁকা থেকে যাচ্ছে।

710

তাই এই ফাঁকা স্থান পূরণ করতেই এক অভিনব সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

810

যেহেতু সরকারি কর্মীরা অবসর নিচ্ছে সেই কারণে বহু কর্মীর অভাব দেখা দিচ্ছে একাধিক বিভাগে। যার ফলে আখেরে সমস্যা হচ্ছে বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে।

910

এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান ঘটাতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাড়িয়ে দেওয়া হবে অবসর গ্রহণের বয়সসীমা ।

1010

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব জানিয়েছেন আয়ুষ বিভাগে ডাক্তারদের বর্তমানে অবসরের বয়স ৬২ বছর। সেটাকে আরও ৩ বছর বাড়িয়ে ৬৫ করার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

click me!

Recommended Stories