ফের খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। এবার বাড়বে অবসরের বয়স।
এবার বাড়বে অবসরের বয়স। আর ৬০ বছরে হবে না অবসর।
এবার এক ধাক্কায় বেড়ে গেল অবসরের বয়স। এক ধাক্কায় ৫ বছর বেড়ে গেল অবসরের বয়স। এবার ৬৫-তে হবে অবসর।
রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার এল এই সুখবর।
অবসরের বয়স এবার ৬২ থেকে বেড়ে হবে ৬৫ বছর।
এই পরিকল্পনার পথে হাঁটছে রাজ্য সরকার। এতে নাকি প্রশাসনিক কাজে আরও স্বচ্ছতা আসবে।
চিকিৎসা ক্ষেত্রে এতে সকলে উপকৃত হবেন বলে মনে করছে প্রশাসন। এমনকি উপকার হবে শিক্ষাক্ষেত্রেও।
অবসরের বয়স ৬৫ করার পরিকল্পনা নিল পঞ্জাব সরকার। সদ্য প্রকাশ্যে এল এমনই তথ্য।
পঞ্জাবের মেডিকেল অধ্যাপকদের অবসরের বয়স এবার ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হচ্ছে।
দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই অধ্যাপকদের জ্ঞানের সঠিক ব্যবহার করতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sayanita Chakraborty