বছরের শুরুতে বড় ঘোষণা মোদী সরকারের, মিলবে এক গুচ্ছ সুবিধা, বিস্তর ছাড় মিলবে এই দ্রব্যের

Published : Jan 02, 2025, 12:01 PM IST

কৃষকদের জন্য ৩৮৫০ কোটি টাকা বরাদ্দ সহ একগুচ্ছ সুবিধা ঘোষণা করল মোদী সরকার। ডিএপি সারের দাম বেঁধে দেওয়া হয়েছে এবং নতুন বিমা যোজনা চালু হচ্ছে।

PREV
110

বছরের শুরুতেই বিশাল উপহার দিল মোদী সরকার। এক গুচ্ছ সুবিধার কথা ঘোষণা করা হল সরকারের পক্ষ থেকে।

210

সাধারণকে সুবিধা দিতে ৩৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এচাড়াও ডিএপি সারের দাম বেঁধে দেওয়া হয়েছে। এবার থেকে ৫০ কেজির বস্তার দাম পড়বে ১৩৫০ টাকা।

310

২৪টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে চালু হতে চলেছে মোদী সরকারের এই নতুন বিমা যোজনা। কৃষকদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করল সরকার।

410

কৃষিক্ষেত্রে নতুন বছরে বিশেষ সুবিধা আনতে চলেছেন মোদী সরকার। সদ্য তারই ঘোষণা করল সরকার।

510

কেন্দ্রর তরফে জানানো হয়েছে, কৃষকদের কাছে যাকে সস্তায় রাসায়নিক সার বা ডি অ্যামোনিয়াম ফসফেটের যোগান থাকে, তা নিশ্চিত করতে নতুন করে ৩৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

610

আন্তর্জাতিক বাজারে রাসায়নিক সারের দাম আকাশ ছোঁয়া। খোলা বাজারে রাসায়নিক সারের ৫০ কেজি বস্তার দাম ৩০০০ টাকারও বেশি।

710

কৃষকদের সহযোগিতা করতে দাম বেঁধে দেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা ভর্তুকি হিসেবে বহন করবে কেন্দ্রীয় সরকার।

810

নতুন বছর থেকে মিলবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। এই যোজনায় বরাদ্দের পরিমাণ বাড়িয়ে করা হল ৬৯,৫১৫ কোটি টাকা।

910

এরই সঙ্গে প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে ৮০০ কোটি টাকা।

1010

কৃষক আন্দোলনের সময় থেকেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র দাবি পথে নেমেছেন কৃষকরা। এই দাবি পূরণ না হলেও সারের জন্য বরাদ্দ বাড়ানোয় অনেকটাই স্বস্তি পাবে কৃষকরা।

click me!

Recommended Stories