৪ থেকে একলাফে ১২ লাখ! ৩ গুণ বাড়ল এই টাকা! DA-র আগেই বিরাট খবর সরকারি কর্মীদের জন্য

Published : Feb 06, 2025, 09:34 AM IST

দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন (8th Pay Commission) তৈরির জন্য মঞ্জুরি দিয়েছে। এতে বেশ খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার আরেকটা খুশির খবর তাঁদের জন্য! একধাক্কায় টাকার পরিমাণ বাড়ল ১২ লক্ষ!

PREV
114

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অষ্টম পে কমিশন (8th Pay Commission) তৈরির জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে।

214

ফলে সরকারি কর্মীদের নূন্যতম বেতন থেকে শুরু করে পেনশনের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে।

314

তবে শুধুই বেতন বৃদ্ধি নয় আরও অনেক সুবিধা পাবেন কর্মীরা। যেমন একধাক্কায় একটি খাতের টাকার পরিমাণ প্রায় তিনগুণ হয়ে যেতে পারে।

414

বাড়তে থাকা মূল্যবৃদ্ধি বাজারে সরকারি কর্মীদের জন্য বেতনের পরিমাণ নির্ধারণ করবে অষ্টম পে কমিশন।

514

যার ফলে ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৫ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন।

614

তাই সপ্তম পে কমিশনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে অষ্টম পে কমিশনের কাজ শুরু হওয়ায় খুশি হয়েছেন কর্মীরা।

714

নতুন পে কমিশন গঠন হলে সর্বোচ্চ গ্রাচুইটির অঙ্কটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

814

বর্তমানে যেখানে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা গ্রাচুইটি পাওয়া যায়, সেখানে নতুন পে কমিশন গঠন হওয়ার পর সর্বোচ্চ গ্রাচুইটি ২৫ লক্ষ বা ৩০ লক্ষ পর্যন্তও পাওয়া যাবে।

914

উদাহরণ স্বরূপ আপনি যদি ১৮০০০ টাকা বেতনের চাকরি ৩০ বছর ধরে করে থাকেন তাহলে গ্রাচুইটি হয় ৪.৮৯ লক্ষ তবে এটাই নতুন পে কমিশন গঠনের পর ১২.৫৬ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।

1014

বর্তমানে সপ্তম পে কমিশন অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ রয়েছে। যার ফলে নূন্যতম বেসিক স্যালারি ১৮,০০০ থেকে বেড়ে ৪৬,৬২০ হচ্ছে।

1114

তবে অষ্টম পে কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর আরও বাড়বে, যার ফলে নতুন নূন্যতম বেসিক স্যালারি ৫১,০০০ টাকা হয়ে যেতে পারে।

1214

অষ্টম পে কমিশন গঠন হলে শুধুই যে নূন্যতম বেতন বৃদ্ধি পাবে তেমনটা কিন্তু নয়।

1314

মাইনে যেমন ২৫% থেকে ৩৫% বাড়তে পারে তেমনি DA, HRA, TA ইত্যাদিও বাড়বে।

1414

এছাড়া যারা অবসর গ্রহণ করেছেন তাদের পেনশনের সুবিধাও ৩০% বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

click me!

Recommended Stories