ক্রমে বেড়ে চলেছে গরমের পারদ। এই সময় নাজেহাল অবস্থা সকলের।
গরমের সময় নানান শারীরিক জটিলতায় দেখা দিচ্ছে বাচ্চা থেকে বড় সকলেরই। এবার এই গরম থেকে রক্ষ করতে বাড়ল গরমের ছুটি।
ইতিমধ্যে দেশের অনেক স্কুলেই গরমের ছুটি পড়ে গিয়েছে। সাধারণত মে মাসের মাঝ খান থেকে জুনের শেষ নাগাদ পড়ে গরমের ছুটি।
এবার এই গরমের ছুটি নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। বাচ্চারে স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়ানো হল ছুটি। এবার স্কুল খুলবে জুলাই মাসে।
জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আর সারা দেশের সকল স্কুলকে এই নির্দেশ মানার কথা বলা হয়েছে।
তামিলনাড়ু, দিল্লি- এনসিআর এবং বিহারে সরকারি ও বেসরকারি উভয় স্কুলেই ১ জুন থেকে ১৬ জুলাই ২০২৫ পর্যন্ত মোট ৪৬ দিন ছুটি থাকবে।
মহারাষ্ট্র ও কর্ণাটকের সমস্ত স্কুল ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তেমনই রাজস্থানে ৩১ মে থেকে ১৫ জুলাই স্কুল বন্ধ থাকবে।
বাংলায় ২ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। সব মিলিয়ে এবছর সারা দেশের বিভিন্ন রাজ্যে গরমের ছুটি প্রায় ৪৬ দিনের জন্য পড়তে চলেছে।
প্রতি বছরই বাড়ছে গরম। সে কারণেই গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেছে শিক্ষা দফতর। এবছর ৪৬ দিনের জন্য পড়বে ছুটি।
বিভিন্ন রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি শুরু ৩০ মে থেকে ২ জুনের মধ্যে। আর স্কুলগুলো খুলবে ১৭ জুলাই নাগাদ।
Sayanita Chakraborty