- Home
- West Bengal
- West Bengal News
- Summer Vacation 2025: লম্বা গরমের ছুটি এবার শেষের পথে, কবে স্কুল খুলবে জানাল রাজ্য সরকার
Summer Vacation 2025: লম্বা গরমের ছুটি এবার শেষের পথে, কবে স্কুল খুলবে জানাল রাজ্য সরকার
Summer Vacation 2025: স্কুলগুলিতে গরমের ছুটি পড়েছিল গত ৩০ এপ্রিল থেকে। সাধরণত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে মে মাসের মাঝামাঝি সময়।

লম্বা গরমের ছুটি
অন্যান্যবারের থেকে এবার স্কুলগুলিতে গরমের ছুটি অনেকটাই বেশি।
এসএসসি-র রায়ের পরই ছুটি
নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী মমতা স্কুল গুলির গরমের ছুটির কথা ঘোষণা করেছিলেন।
ছুটি পড়েছিল
স্কুলগুলিতে গরমের ছুটি পড়েছিল গত ৩০ এপ্রিল থেকে। সাধরণত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে মে মাসের মাঝামাঝি সময়।
১১ দিন ছুটি থাকে
সাধারণত গরমের ছুটি থাকে ১১ দিন। কিন্তু এবার লম্বা গরমের ছুটি।
গোটা মে মাসই বন্ধ স্কুল
রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার গোটা মে মাসই বন্ধ থাকবে স্কুল।
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা
সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিশ জারি করেছে। সেখানেই আগামী ৩১ মে পর্যন্ত ছুটি বাড়ান হয়েছে। ১ জুন রবিবার। তাই স্কুল খুলবে সোমবার।
গরমের কারণে ছুটি
এসএসসি নিয়োগ দুর্নীতির রায় ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন রাজ্যজুড়ে প্রবল গরম আর তাপপ্রবাহের কারণেই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল রাজ্য সরকার।
যুদ্ধের আবহে ছুটি বাতিল
যুদ্ধের আবহে রাজ্য সরকার রাজ্যের সব সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে। কিন্তু স্কুলগুলির ছুটি বৃদ্ধি করা হয়েছে।
বেসরকারি স্কুলের কী অবস্থা
রাজ্যের সরকারি স্কুল আর সরকার পোষিত স্কুলগুলি ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু বেসরকারি স্কুল নিয়ে কোনও নির্দেশ দেয়নি। তবে আবেদন করেছেন।
মমতার আবেদন
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্য়ায় আবেদন করেন, রাজ্য় সরকারের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি স্কুলগুলিতেও গরমের ছুটি শুরু হয়েছে। আমি ইংরেজি মাধ্যম স্কুলগুলিকেও অনুরোধ করব। এই জন্য কোনও লিখিত নির্দেশিকা পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন থাকবে। যেহেতু অনেক রাজ্যেই ছুটি দেওয়া হয়েছে। বেসরকারি স্কুল যেগুলি রয়েছে.. কাল বাদে পরশু রবীন্দ্র জয়ন্তী। আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তী থেকে যদি করে দেন ভাল হয়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকে পড়াশোনা করুক।
রাজ্যের ছুটি নিয়ে উষ্মা প্রকাশ
রাজ্য সরকারের এই লম্বা গরমের ছুটি নিয়ে শিক্ষাবিদরা অনেকেই উষ্মা প্রকাশ করেছেন।
কয়েক বছরই গরমের ছুটি বাড়ছে
তবে শুধুমাত্র এই বছরই নয়, গত কয়েক বছর ধরেই গরমের ছুটি ক্রমশই লম্বা হচ্ছে। রাজ্যে প্রবল গরম আর তাপপ্রবাহের জন্যই ছুটি বাড়ান হচ্ছে। অনেক স্কুল আবার মর্নিং করা হয়েছে।

