অষ্টম পে কমিশন গঠনের খবর নিশ্চিত করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রায় তিন গুণ বাড়তে পারে বলে জানা গেছে। ২০২৬ থেকে বাড়তি বেতন পেতে চলেছেন সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
বহুদিন ধরে জল্পনা চলছিল অষ্টম পে কমিশন গঠন নিয়ে। অবশেষে এই নিয়ে মিলল নিশ্চিত খবর।
210
মোদী অনুমোদন দিলেন অষ্টম পে কমিশনের। আজ অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণব।
310
অষ্টম পে কমিশন গঠিত হলে বিপুল পরিমাণে বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বাড়বে পেনশনও।
410
জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন যা পেতেন তার প্রায় তিন গুণ বাড়তে পারে।
510
বিভিন্ন সংগঠনের দাবি ২.৮৬ গুণ বাড়ানো দাবি উঠেছে। এখন দেখার শেষ পর্যন্ত কত বেতন বৃদ্ধি হয়।
610
প্রতি দশ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। শেষ ২০১৬ সালে সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল। সেই অনুসারে, সপ্তম পে কমিশনের কার্যকাল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।
710
অষ্টম পে কমিশন গঠিত হলে ২০২৬ থেকে বাড়তি বেতন পেতে চলেছেন সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
810
নয়া পে কমিশন নিয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা পে কমিশন নিয়ে বৈঠক করেছেন। এই কমিশন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে গঠিত হবে বলে জানান।
910
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ফেব্রুয়ারির শেষে ফের ঘোষণা হবে ডিএ।
1010
এরই মাঝে অষ্টম পে কমিশন গঠন প্রসঙ্গে সায় দিলেন মোদী। এতে উপকৃত হবে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীরা।