মাওবাদী দমনে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, সুকমায় যৌথ অভিযানে খতম ১০ মাওবাদী

মাওবাদী দমনে বড় সাফল্য। 

মাওবাদী দমনে বড় সাফল্য। আগামী ২০২৬ সালের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।

আর সেই লক্ষ্য পূরণের পথে আরও একটু এগিয়ে গেল ভারত। নিরাপত্তাবাহিনীর বিশেষ অভিযানে ছত্তিশগড়ের সুকমায় অন্তত ১০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত মাওবাদীদের কাছ থেকে একে-৪৭ রাইফেল সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

Latest Videos

ছত্তিশগড়ের সুকমা জেলার বান্দারপাদার জঙ্গলে মাওবাদীরা ঘাটি গেড়েছে। গোপনসূত্রে সেই তথ্য হাতে আসে নিরাপত্তাবাহিনীর। সেইমতো শুক্রবার, সকাল থেকেই শুরু হয়ে যায় বিশেষ অভিযান। কার্যত, গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে দেয় নিরাপত্তাবাহিনী। ফলে, পিছু হঠবার জায়গা না পেয়ে বাহিনীকে লক্ষ্য করেই গুলি চালাতে শুরু করে দেয় মাওবাদীরা।

এদিকে পাল্টা জবাবে ১০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। বস্তারের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট ১০ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে। মাওবাদীদের কাছ থেকে একে-৪৭, ইনসাসের রাইফেল সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এই বিষয়ে স্পষ্ট একটি বার্তা দিয়ে অমিত শাহ বলেন, “আমি বিশ্বাস করি যে, লড়াই এখন প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসে গেছে। আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।”

রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৫৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি ৮৬১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৭৮৯ জন আত্মসমর্পণ করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today