ছত্তিশগড়ে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর! এনকাউন্টারে খতম ৪ মাওবাদী, নিহত এক পুলিশকর্মী

জানা গেছে, এই সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশকর্মীও।

ছত্তিশগড়ে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। রাতভর নিরাপত্তা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে খতম হল ৪ মাওবাদী।

জানা গেছে, এই সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশকর্মীও। শনিবার, বিকেল থেকে দন্তেওয়াড়া এবং নায়ারণপুর জেলার সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে অভিযান শুরু ফোর্স। সূত্রের খবর, সেখান থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। লুকিয়ে থাকা বাকি মাওবাদীদের খোঁজে এখনও চলছে ব্যাপক তল্লাশি।

Latest Videos

জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই নিরাপত্তা বাহিনী এবং ছত্তিশগড় পুলিশ যৌথভাবে চার জেলায় মাওবাদী দমন অভিযান চালাচ্ছে। এদিন গোপন সূত্রে কবর পেয়ে, অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর আসে। এরপর তাদের নাশকতার ছক ভেস্তে দিতে শুরু হয় বিশেষ অভিযান। মাওবাদীদের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে দেন নিরাপত্তারক্ষীরা।

যদিও পাল্টা গুলি ছোড়ে মাওবাদীরাও। রবিবার সকালে পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ জন মাওবাদীকে খতম করা হয়েছে। তবে এই লড়াইতে নিহত হয়েছেন ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের হেড কনস্টেবল সান্নু করম। ঘটনাস্থল থেকে AK-47 রাইফেল এবং সেলফ লোডিং রাইফেল (SLR)-সহ বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে নির্মুল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সরকার। গত বছর এই বিষয়ে পরিষ্কার বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘‘আমি বিশ্বাস করি যে, লড়াই এখন একেবারে শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসে গেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed