দেশের মহিলাদের জন্য বিরাট আপডেট! এখন সুদ সমেত হাতে আরও মোটা টাকা?

Published : Feb 17, 2025, 02:37 PM ISTUpdated : Feb 17, 2025, 07:28 PM IST

দেশের মহিলাদের আর্থ-সামাজিক দিক দিয়ে উন্নত করার লক্ষ্যেই শুরু হয় ‘মহিলা সম্মান সেভিংস স্কিম’-এর পথচলা।

PREV
110
এই স্কিমটি (Savings Scheme) কেন এত বেশি জনপ্রিয়?

কারণ, এটি ৭.৫% সুদের হার এবং ত্রৈমাসিক সুদ প্রদান করে থাকে। 

210
সেইজন্য মহিলা সম্মান সেভিংস স্কিম একটি নিরাপদ এবং আকর্ষণীয় বিনিয়োগ বিকল্প

তবে এই স্কিমটির জন্য পোস্ট অফিসে আবেদন করতে হবে। 

310
স্কিমটি অনেকক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের চেয়েও বেশি লাভজনক বলে বিবেচিত হয়ে থাকে

মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি একবার দেখে নিন। 

410
এই প্রকল্পটির মেয়াদ ২ বছর

অন্যদিকে, বার্ষিক সুদের হার ৭.৫%।

510
সমস্ত সুদ যোগ করে ত্রৈমাসিক ভিত্তিতে প্রদান করা হয়

ন্যূনতম এবং সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ কত? 

610
ন্যূনতম আমানত হল ১,০০০ টাকা

ওদিকে সর্বোচ্চ সীমা প্রায় ২ লক্ষ টাকা।

710
এই প্রকল্পটি চলতি ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত চলবে

এই স্কিমটিতে প্রতি তিন মাস অন্তর অন্তর সুদ জমা হতে থাকে।

810
যা নিয়মিত একটি আয়ের উৎস প্রদান করে থাকে

মাত্র ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে এই স্কিমে। তাছাড়া সরকারি প্রকল্প হওয়াতে ঝুঁকিও অনেকটাই কম।: 

910
৭.৫% সুদের হার, অর্থাৎ বেশিরভাগ ব্যাঙ্কের FD-এর তুলনায় অনেক বেশি

তবে অ্যাকাউঁন্ট খুলতে গেলে সবার আগে পোস্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় KYC কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ, আধার কার্ড এবং ঠিকানার প্রমাণ ইত্যাদি। 

1010
প্রকল্প শুরু করতে ন্যূনতম ১,০০০ টাকা জমা দিতে হবে

Disclaimer: তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories