আধার আপডেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনেশন থেকে নতুন জিএসটি সংক্রান্ত অনেক নিয়মে এসেছে বদল। ১ নভেম্বর থেকে বদলছে একাধিক নিয়ম। তেমনই বদল হয়েছে আপডেটের খরচ। UIDAI নভেম্বর মাস থেকে আধার কার্ড আপডেট প্রক্রিয়ার জন্য নতুন নিয়ম কার্যকর করেছে। এই পরিবর্তনগুলো উদ্দেশ্য হল প্রক্রিয়াটিকে দ্রুত, সহজ ও প্রায় কাগজবিবীন করা।