এক ক্লিকে বদলে যাবে ঠিকানা-জন্ম তারিখ-ফোন নম্বর, খরচ হবে কত? রইল আধার কার্ড সংক্রান্ত নতুন নিয়মাবলী

Published : Nov 03, 2025, 02:31 PM IST

১ নভেম্বর থেকে UIDAI আধার কার্ড আপডেটের নিয়মে একাধিক পরিবর্তন এনেছে। এখন নাম, ঠিকানা, জন্ম তারিখের মতো তথ্য অনলাইনে আপডেট করা সহজতর হয়েছে এবং শিশুদের বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে করা যাবে। জেনে নিন বিস্তারিত।

PREV
15

আধার আপডেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনেশন থেকে নতুন জিএসটি সংক্রান্ত অনেক নিয়মে এসেছে বদল। ১ নভেম্বর থেকে বদলছে একাধিক নিয়ম। তেমনই বদল হয়েছে আপডেটের খরচ। UIDAI নভেম্বর মাস থেকে আধার কার্ড আপডেট প্রক্রিয়ার জন্য নতুন নিয়ম কার্যকর করেছে। এই পরিবর্তনগুলো উদ্দেশ্য হল প্রক্রিয়াটিকে দ্রুত, সহজ ও প্রায় কাগজবিবীন করা।

25

নতুন নিয়ম বাস্তবায়ন কোটি কোটি আধার ব্যবহারকারীদের সুবিধা হবে। এবার থেকে নাম, ঠিকানা, জন্ম তারিখ ও মোবাইন নম্বর সম্পূর্ণ অনলাইনে আপডেট করতে পারবেন। অনলাইন ব্যবস্থা এখন প্যান এবং পাসপোর্টের মতো অন্যান্য সরকারি ডাটাবেস থেকে ডেটা ক্রস ভেরিফাই করা হবে। তবে আপনি যদি আইরিস স্ক্যান ও ফিঙ্গারপ্রিন্টের মতো তথ্য আপডেট করতে চান তাহলে যেতে হবে নিকটতম আধার সেবা কেন্দ্রে।

35

বাচ্চাদের আধারকার্ডে বায়োমেট্রিকস আপডেট করতে হলে আর কোনও টাকা দিতে হবে না। একথা জানিয়ে দিয়েছে ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আগামী এক বছর শিশুদের এই বায়োমেট্রিক আপডেট করতে টাকা লাগবে না। এতদিন দিতে হত ১২৫ টাকা।

45

প্রাপ্তবয়স্কদের আধার কার্ডে নাম, জন্মের তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বরের তথ্য আপডেট করতে হলে দিতে হবে ৭৫ টাকা। বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ বা চোখের মণির স্ক্যান করতে হলে দিতে হবে ১২৫ টাকা।

55

তেমনই UIDAI আরও স্পষ্ট করেছে যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাধ্যতামূলক। এই তারিখের মধ্যে লিঙ্ক করা হয়নি এমন কার্ড ১ জানুয়ারি ২০২৬ থেকে নিষ্ক্রিয় করা হবে। নতুন প্যান আবেদনকারীদের জন্যও আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক হবে।

Read more Photos on
click me!

Recommended Stories