কীভাবে জমা দেবেন লাইফ সার্টিফিকেট?
যারা অনলাইনে আবেদন করতে চান, তারা খুব সহজেই করতে পারবেন। এর জন্য UMANG অ্যাপ ব্যবহার করতে হবে। সেখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং পেনশন অ্যাকাউন্টের সমস্ত তথ্য ইনপুট করতে হবে। তারপর বায়োমেট্রিক যাচাই করে নিতে হবে। আর যদি সমস্ত তথ্য সঠিক থাকে, তাহলে লাইফ সার্টিফিকেট তৈরি হবে এবং ব্যাঙ্কে জমা দেওয়া যাবে।