সোমবার হতে পারে নীতিশ কুমারের শপথ, ইতিমধ্যেই শুরু হয়েছে সরকার গঠনের প্রস্তুতি

  • ১৬ নভেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতিশ কুমার 
  • ইতিমধ্যেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি
  • কথা বলা হচ্ছে জেডিইউ শীর্ষ নেতৃত্বের সঙ্গে 
  • এনডিএ নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারে 
     

কাউন্টডাউন শুরু করে দিতে পারেন বিহারেরে বাসিন্দারা। রেকর্ড তৈরি করে  ১৬ নভেম্বর অর্থাৎ আগামী সোমবার ৬বার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নীতিশ কুমার। তিন। বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেছিলেন ২০০০ সালে। কিন্তু তৎকালী বিহারের চলত লালুপ্রসাদ যাদবের রাজ। সেই সময় মাত্র ৭ দিন স্থায়ী হয়েছিল তাঁর কার্যকাল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন লালু-পত্নী রাবড়ি দেবী। তারপর ২০০৫ সালে ফিরে এসে একটানা ৮ বছর ক্ষমতায় ছিলেন নীতিশ কুমার। পরের দফায় ২০১৫ সালে লালুপ্রদাস যাদের সঙ্গে জোট বেঁধে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পরে অবস্য লালুর হাত ছেড়ে তিনি বিজেপির হাত ধরেন। চলতি নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে ভোটে লড়াই করেছিলেন। তাঁর নেতৃত্বেই জয় পেয়েছে এনডিএ। উল্লেখ্য ৬ বারের জন্য শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। কিন্তু এবারও তিনি ভোটে জিতে বিধানসভায় যাননি। বরাবরই বিধান পরিষদের মাধ্যমে প্রবেশ করেছেন বিহার বিধানসভায়। 

সূত্রের খবর বিজেপি ও জেডিইউ দুই দলই রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি নিয়ে যাবে। দুই দলের নেতারা ইতিমধ্যেই সরকার গঠনের বিষয় কথাবার্তা বলতে শুরু করেছে। ২৪৩ আসনের বিহার বিহার বিধানসভায় বিজেপি জয়ী হয়েছে ৭২টি আসনে। নীতিশ কুমারের দল পয়েছে ৪৩টি। কিন্তু জোট ধর্ম মেনে নিয়ে বিজেপি  প্রতিশ্রুতি মত নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছে। বিহারের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন রাজপাট চালাতে নীতিশ কুমারের ওপর চাপ রাখতে ভারতীয় জনতা পার্টি। সংখ্যা কম থাকার কারণে কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে জেডিইউ প্রধানকে। 

Latest Videos

আরও পড়ুনঃ পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ সহযোগী ভারতীয় সেনার জালে, আত্মসমর্পণ আলফা জঙ্গিদের মাথা দৃষ্টি রাজখোয়ার

আরও পড়ুনঃ জেএনইউ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর মূর্তি, 'বিতর্কিত' মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদী .

বিহার বিধানসভা নির্বাচনে আশাপ্রদ ফল করছে তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল। সংখ্যার বিচারে তারাই বিহারের একক বৃহত্তম দল। আরজেডির প্রাপ্ত আসন ৭৫টি। তবে তাদের জোটসঙ্গি হিসেবে বামেরা আশাপ্রদ ফল করলেও রীতিমত হতাশ করেছে কংগ্রেস। ৭০টির মধ্যে ১৯টি আসন দখল করেই থামতে হয়েছে শতাব্দী প্রাচিন এই দলটিকে। 
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর