বিহার বিধানসভা নির্বাচন ২০২৫: হারের পরেই দ্বন্দ্ব, রাজনীতি-পরিবার ছাড়লেন লালুর মেয়ে

Published : Nov 15, 2025, 06:03 PM ISTUpdated : Nov 15, 2025, 06:17 PM IST
Rohini Acharya

সংক্ষিপ্ত

Bihar Assembly Election 2025: শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এই নির্বাচনে শোচনীয় ফল করেছে আরজেডি (RJD)। হারের পরেই আরজেডি প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পরিবারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গিয়েছে।

DID YOU KNOW ?
লালুর পরিবারে দ্বন্দ্ব
বিহারে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরেই লালুপ্রসাদ যাদবের পরিবারের দ্বন্দ্ব প্রকট।

Rohini Acharya: বিহারে বিধানসভা নির্বাচনের ফল (Bihar Assembly Election 2025 Results) প্রকাশিত হওয়ার পরেই আরজেডি (RJD) প্রধান লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পরিবারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গিয়েছে। শনিবার রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন লালুর মেয়ে রোহিনী আচার্য (Rohini Acharya)। তিনি পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। শুক্রবার বিহারে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। তারপরেই লালুর পরিবার ও দলে বিবাদ তৈরি হয়েছে। রোহিনী দাবি করেছেন, তেজস্বী যাদবের (Tejashwi Yadav) সহযোগী সঞ্জয় যাদব (Sanjay Yadav) ও তাঁর স্বামী রামিজ আলম (Rameez Alam) এই পদক্ষেপ নিতে বাধ্য করেছেন। 'এক্স' হ্যান্ডলে রোহিনী লিখেছেন, ‘আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি এবং আমার পরিবারকে ত্যাগ করছি। সঞ্জয় যাদব ও রামিজ আমাকে এরকমই করতে বলেছিল। আমি সবকিছুর দায় নিচ্ছি।’

এবার শুধু চিকিৎসা চালিয়ে যাবেন রোহিনী?

রোহিনী পেশায় চিকিৎসক। তিনি খুব বেশিদিন রাজনীতিতে ছিলেন না। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে (2024 Indian general election) বিহারের সারন (Saran) কেন্দ্রে আরজেডি প্রার্থী হন রোহিনী। তবে তিনি বিজেপি (BJP) প্রার্থী রাজীব প্রতাপ রুডির (Rajiv Pratap Rudy) কাছে হেরে যান রোহিনী। এবার তিনি দল ও পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা জানালেন।

 

 

লালুর পরিবারে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব!

রোহিনী শনিবার দল ও পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেও, গত কয়েক মাস ধরেই দ্বন্দ্ব চলছিল। কয়েক মাস আগেই লালু, তেজস্বীর 'এক্স' হ্যান্ডল আনফলো করেন রোহিনী। তিনি অনেক পোস্ট করে পরিবারে বিবাদের কথা প্রকাশ করেন। প্রকাশ্যে তেজস্বীকে আক্রমণ করেন রোহিনী। এবার তিনি দল ও পরিবারের বিষয়ে চরম সিদ্ধান্ত নিলেন। এবার লালু ও তেজস্বী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে বিহারের রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। আরজেডি-র খারাপ ফলের পর তেজস্বী চাপে আছেন। তারই মধ্যে পরিবারে সমস্যা তৈরি হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৫
বিহারে এবারের বিধানসভা নির্বাচনেও জয় পেয়েছে এনডিএ।
শুক্রবার বিহারে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা ধরে রেখেছে এনডিএ।
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!