Bihar Election Results 2025: বিহারে ক্ষমতা ধরে রাখল এনডিএ (NDA)। ইতিমধ্যেই সরকারিভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে শাসক জোট। ফলে বিহারে ক্ষমতার পালাবদল হল না। এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার পর এবার বাংলা জয়ের লক্ষ্যে বিজেপি (BJP)।
KNOW
Bihar Assembly Election 2025 Results: বিহারে বিধানসভা নির্বাচনে ফের এনডিএ (NDA) জয় পাওয়ার পর এবার বাংলার (2026 West Bengal Legislative Assembly election) দিকে নজর দিচ্ছে বিজেপি (BJP)। শুক্রবার বিহারের ফল প্রকাশের পর সে কথা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর বার্তা, ‘আজকের কেরল (Kerala), তামিলনাড়ু (Tamil Nadu), পুদুচেরি (Puducherry), অসম (Assam) ও পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের উৎসাহিত করে তুলেছে। গঙ্গা বিহার থেকে বাংলায় বয়ে যাচ্ছে। বিজেপি বাংলা থেকেও জঙ্গল রাজ উৎখাত করবে। এই জয় বাংলায় বিজেপি-র জয়ের পথ প্রশস্ত করে দিয়েছে।’ আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। অসমে ক্ষমতায় আছে বিজেপি। কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ ও কেরলে সরকার গড়তে পারেনি গেরুয়া শিবির। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি।
কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদীর
কংগ্রেসকে তোপ দেগে মোদী বলেছেন, ‘কংগ্রেস এখন পরজীবী দলে পরিণত হয়েছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের (2024 Indian general election) পর হওয়া গত তিনটি নির্বাচনে কংগ্রেস তিন সংখ্যায় পৌঁছতে পারেনি। ছয় রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। সেখানেও কংগ্রেস ১০০ আসন পায়নি। আমরা আজ যতগুলি আসন জিতেছি, ছয় রাজ্যে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তত বিধায়ক নেই। ওরা ইভিএম (EVM) নিয়ে প্রশ্ন তুলেছে, দেশের শত্রুদের দেওয়া মিথ্যা তথ্য প্রচার করেছে। দেশের উন্নয়নের জন্য কংগ্রেসের কোনও ইতিবাচক দিশা নেই। কংগ্রেস এখন এমএমসি-তে (মুসলিম লিগ-মাওবাদী কংগ্রেস) পরিণত হয়েছে।’
রাহুলকে তোপ মোদীর
নাম না করে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ করে মোদী বলেছেন, ‘বিহার সম্পর্কে ভুয়ো ধারণা তৈরি করা হয়েছিল। যারা ছট পুজোকে (Chhath) নাটক বলে, তারা কীভাবে বিহারের উন্নতির জন্য কাজ করবে? বিহারের মানুষ কখনও এই লোকজনকে ক্ষমা করবেন না। তুষ্টিকরণের বদলে সন্তুষ্টিকরণ হয়েছে। বিহারের মানুষ নিশ্চিত করেছেন, জঙ্গলরাজকে প্রবেশ করতে দেওয়া হবে না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


