Bihar Assembly Elections 2025: বিহারে এবারের বিধানসভা নির্বাচনে এনডিএ-র (NDA) বিরুদ্ধে অনেক প্রচার করেছে বিরোধীরা। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, যাবতীয় বিরুদ্ধে প্রচারকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে গতবারের চেয়ে বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরল এনডিএ।
KNOW
Bihar Election Result: গো-বলয়ের রাজনীতিতে 'এম-ওয়াই' ফর্মুলার নতুন সংজ্ঞা ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এতদিন প্রচলিত ছিল, 'এম-ওয়াই' ফর্মুলা হল মুসলিম (Muslim) ও যাদব (Yadav)। তবে শুক্রবার নতুন বার্তা দিলেন মোদী। বিহারে এবারের বিধানসভা নির্বাচনে এনডিএ (NDA) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মোদী বলেছেন, ‘বিহারে কয়েকটি দল এম-ওয়াই তোষণের ফর্মুলা তৈরি করেছিল। কিন্তু আজকের জয় নতুন ইতিবাচক এম-ওয়াই ফর্মুলা দেখিয়ে দিয়েছে। এই ফর্মুলা হল মহিলা ও ইয়ুথ। আজ দেশের যে রাজ্যগুলিতে যুবক-তরুণের সংখ্যা সবচেয়ে বেশি, সেই রাজ্যগুলির মধ্যে আছে বিহার। সব ধর্ম ও জাতের যুবসমাজই আছে। তাদের আকাঙ্খা, তাদের উচ্চাশা ও তাদের স্বপ্ন জঙ্গলরাজের লোকজনের পুরনো সাম্প্রদায়িক এম-ওয়াই ফর্মুলা গুঁড়িয়ে দিয়েছে।’
উপনির্বাচনেও জয় বিজেপি-র
শুক্রবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নাগরোটা (Nagrota) এবং ওড়িশার (Odisha) নুয়াপাদায় (Nuapada) উপনির্বাচনে জয় পেয়েছে বিজেপি (BJP)। এই দুই জায়গার ভোটারদের ধন্যবাদ জানিয়ে মোদী বলেছেন, ‘ওঁরা উপনির্বাচনে বিজেপি-র জয় নিশ্চিত করেছেন। আজকের এই জয় শুধু এনডিএ-রই নয়, এই জয় গণতন্ত্রেরও। যাঁরা ভারতীয় গণতন্ত্রে বিশ্বাসী, এই জয় তাঁদেরও। এই নির্বাচন ভারতের নির্বাচন কমিশনের (Election Commission of India) প্রতি মানুষের আস্থা বাড়িয়ে দিয়েছে।’
ছট পুজো নিয়ে রাহুলকে খোঁচা মোদীর
মোদীর ছট পুজো (Chhath) করাকে নাটক বলেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি ভোট চুরির অভিযোগও করেছেন। শুক্রবার বিহারে জয় পাওয়ার নাম না করে তাঁকে খোঁচা দিয়ে মোদী বলেছেন, ‘জয় ছটী মাইয়া। এই জয় বিরাট। আস্থা অটুট আছে। বিহারের মানুষ সবাইকে উড়িয়ে দিয়েছেন। আমরা মানুষের ভৃত্য। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষকে খুশি করে যাব। আমরা মানুষের হৃদয় চুরি করে নিয়েছি। এই কারণেই সারা বিহার বলছে, ফের এনডিএ সরকার। কট্টা সরকার কখনও বিহারে ফিরবে না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


