
Bihar Election Results 2025: ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনে মাত্র পাঁচ আসনে এগিয়ে কংগ্রেস (Congress)। বিহারে এবারের বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রচার কোনও প্রভাবই ফেলতে পারল না। নির্বাচনের আগে ১৬ দিন ধরে ভোটার অধিকার যাত্রা (Voter Adhikar Yatra) করেন রাহুল। তিনি বিহারের ২০ জেলা ঘুরে প্রচার করেন। বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে 'ভোট চুরি'-র অভিযোগ করেন রাহুল। তিনি দাবি করেন, বিহারে ভোট চোর সরকারের হাত থেকে সংবিধান বাঁচানোর লড়াই। কিন্তু কোনও প্রচারই কাজে লাগল না। ২০২০ সালে বিহার বিধানসভা নির্বাচনে ১৯ আসনে জয় পেয়েছিল কংগ্রেস। এবার মাত্র পাঁচ আসনে এগিয়ে রাহুলের দল। মহাগঠবন্ধনের (Mahagathbandhan) দলগুলির মধ্যে আরজেডি (RJD) কিছুটা লড়াই করতে সক্ষম হলেও, কংগ্রেস লড়াইয়েই নেই।
বিহারে এনডিএ-র জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর রাহুলকে ব্যঙ্গ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya said)। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘রাহুল গান্ধী! আরও একটা নির্বাচন, আরও একবার হার! নির্বাচনে ধারাবাহিকতার জন্য কোনও পুরস্কার থাকলে তিনি সব পুরস্কারই জিতে নিতেন। তিনি যেভাবে এগিয়ে চলেছেন, তাতে বিপত্তিও হয়তো অবাক হয়ে ভাবছে, তিনি এত নির্ভরযোগ্যভাবে কী করে বিপত্তি খুঁজে পেয়ে যান।’ কংগ্রেসকে ব্যঙ্গ করে মালব্য আরও লিখেছেন, ‘কংগ্রেস এখন সিপিআইএম (CPI(M)) ও সিপিআই(এমএল)(এল)-এর (CPI(ML)(L)) চেয়েও কম আসনে এগিয়ে কংগ্রেস।’
সন্ত কবীর দাসের (Sant Kabir Das) দোহার কথা উল্লেখ করে কংগ্রেসকে ব্যঙ্গ করেছেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী (BJP MP Sudhanshu Trivedi)। তিনি বলেছেন, ‘১৫০ ও ১৭৫ আসন পেরিয়ে যাওয়ার পর আমরা এখন ২০০ আসনের দিকে এগিয়ে চলেছি। আমি কংগ্রেসের জন্য কবীর দাসের এক লাইন তুলে ধরতে চাই। ওদের বোঝা উচিত, ‘বুরা জো দেখা ম্যায় চলা, বুরা না মিলিয়া কোয়ি। জো মন খোজা আপনা, তো মুঝসে বুরা না কোয়ি।’’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।