Bihar Assembly Elections 2025: শুক্রবার সকাল থেকে বিহারে এবারের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। সময় যত গড়াচ্ছে ততই এনডিএ (NDA) শিবিরে উচ্ছ্বাসের মাত্রা বাড়ছে। অন্যদিকে, বিরোধী শিবিরে হতাশার ছবি স্পষ্ট হচ্ছে।

DID YOU
KNOW
?
১০ বার নীতীশ কুমার
দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। তিনি ফের বিহারে নিজের প্রভাব দেখিয়ে দিলেন।

Bihar Election Result: ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ (NDA) ২০০-এর বেশি আসন পেতে চলেছে। এখনও পর্যন্ত ভোটগণনায় তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, এনডিএ ১৫০-এর কাছাকাছি আসন পেতে পারে। কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি আসন পেতে চলেছে এনডিএ। শুক্রবার সকাল আটটায় ভোটগণনা শুরু হয়। শুরু থেকেই এগিয়েছিল এনডিএ। সময় যত গড়াচ্ছে, ততই এনডিএ-র জয় নিশ্চিত হয়ে যাচ্ছে। কে বৃহত্তম দল হবে, তা নিয়ে এডিএ-র দুই দল বিজেপি (BJP) ও জেডিইউ-এর (JD(U)) মধ্যে লড়াই চলছে। এখনও পর্যন্ত এগিয়ে বিজেপি। মহাগঠবন্ধনের (Mahagathbandhan) প্রধান দল আরজেডি (RJD) লড়াইয়েই নেই। তেজস্বী যাদব (Tejashwi Yadav) নিজে পিছিয়ে পড়েছিলেন। তিনি নিজের আসন জয় পাবেন কি না, সেটাই এখনও স্পষ্ট নয়। ফলে বিহারে পালাবদলের প্রশ্নই নেই। বরং শক্তি বাড়িয়ে নিল শাসক জোট এনডিএ।

১০ বার নীতীশ কুমার

সবকিছু ঠিক থাকলে বিহারের মুখ্যমন্ত্রী পদে রেকর্ড ১০ বার শপথ নিতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি 'সুশাসন বাবু' হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। ফের তাঁর নেতৃত্বের উপর ভরসা রাখল বিহার। জেডিইউ কর্মী-সমর্থকরা পোস্টার দিয়েছেন, ‘টাইগার আভি জিন্দা হ্যায়।’

প্রভাব ফেলতে পারল না মহাগঠবন্ধন

বিহারে গতবারের বিধানসভা নির্বাচনে বৃহত্তম দল ছিল আরজেডি। কিন্তু এবার তেজস্বীকে সামনে রেখে নির্বাচনে লড়াই করতে নেমে তারা মুখ থুবড়ে পড়ল। গতবার জেতা আসনের অর্ধেকও হয়তো এবার পাবে না আরজেডি। তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে দাবি করা হচ্ছিল। কিন্তু দেখা গেল, তাঁর উপর বিহারের ভরসা নেই। কোনও প্রতিশ্রুতিতেই চিঁড়ে ভিজল না। মহাগঠবন্ধনের শরিক কংগ্রেস (Congress) ফের দুর্বল জোটসঙ্গী হিসেবে প্রমাণিত হল। কোনও প্রভাবই ফেলতে পারল না রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রচার। প্রশান্ত কিশোরের (Prashant Kishor) জন সূরজ পার্টি (Jan Suraaj Party) দাগ কাটতে ব্যর্থ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।