গণনার আগে তেজস্বীই 'বিহারের মুখ্যমন্ত্রী' সোশ্যাল মিডিয়ায়, আমল দিতে নারাজ নীতিশ শিবির

  • জন্মদিনে সকলের নজর তেজস্বীর ওপর
  • গলি থেকে রাজপথ তেজস্বীর পোস্টার 
  • সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা 
  • বিহারের ভোট গণনা আজ 


আগামী পাঁচ বছর কার হাতে থাকবে রাজপাট, আর কয়েক ঘণ্টা পরেই রায় দেবে বিহার। তবে অধিকাংশ এক্সিটপোলের রায় অনুযায়ী এগিয়ে রয়েছে বিরোধী শিবির। কিন্তু শাসক শিবির সেই এক্সিটপোলের রায় মানতে নারাজ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে  গতকালই ৩১ বছরের জন্মদিন উদযাপন করেছে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।  কংগ্রেস, আরজেডিসহ বামদলগুলির নেতা তিনি। আর অই মুহূর্তি তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেডিং হয়ে রয়েছেন। ট্যুইটারে একের পর এক মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছে বার্তা দিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ানেরও। ভোটযুদ্ধে এনডিএর সঙ্গে থাকলেও যিনি নীতিশ কুমারের কট্টর বিরোধী। আর সেই বিরোধিতা থেকেই তিনি বিহারের ভোট ময়দানে একলা লড়াই করছেন। 

শুধু সোশ্যাল মিডিয়ায় নয়। বিহারের অলিগলি ছেয়ে গেছে লালুপ্রসাদ যাদবের ছোট ছেলেন পোস্টার আর ব্যানারে। আর ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে তাঁকে। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান হয়েছে সেই পোস্টার আর ব্যানারে। যা ভোট গণনার আগে বিরোধী শিবিরের একটি বড় প্রাপ্তি বলেই মনে করছে রাজনৈতিক শিবিরগুলি। কারণ ভোট গণনা কেন্দ্রে দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে সাহায্য করবে। নীতিশ কুমারের জমানার বেকারিকেই ভোট প্রচারে নিশানা করেছিলেন তিনি। পাল্টা ১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। তাই বিহারের তরুণ যুব আর ছাত্র সমাজ তাঁকেই সমর্থন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।বিহারের ৪৫ শতাংশ যুব ভোটার। 

তবে বিরোধী শিবিরের এই বার্তা মানতে নারাজ শাসক দল। কারণ নীতিশ কুমারই আগামী দিনে বিহারের মুখ্যমন্ত্রী হবেন বলেও দাবি করেছে বিজেপি আর জেডিইউ জোট। আগামী দিনে এনডিএর হাতেই থাবকে বিহারের রাজপাট, মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। তেমনই দাবি করছে শাসকদল। বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ তাঁরা। 

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News