লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা, প্রত্যেক মহিলাকে মাসে ৭০০০ টাকা ভাতা দেবে মোদী সরকার, শুরু হল আবেদন

প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে শুরু হওয়া বীমা সখী যোজনায় ৫০,০০০ এরও বেশি মহিলা রেজিস্ট্রেশন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক ভাতা এবং কমিশন দেওয়া হবে।

Parna Sengupta | Published : Jan 9, 2025 5:39 PM
110

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে-

সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পান।

অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১২০০টাকা করে ভাতা পান।

210

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাংক একাউন্টে ঢুকে যায়। এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন বাংলার মহিলারা। 

310

এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে ১০ গোল দেবে কেন্দ্রের মোদী সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পে প্রত্যেক মহিলা মাসে পাবেন ৭০০০ টাকা!

410

প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। দেশের মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতেই মোদী সরকারের এই লক্ষ্য। 

510

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া এক মাসের মধ্যেই এই বিমা সখী যোজনায় ৫০,০০০ এরও বেশি মহিলা নাম নথিভুক্ত করেছেন। মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে উন্নত ভারত গড়ার লক্ষ্যে এই প্রকল্পটি শুরু হয়েছে।

610

এই প্রকল্পে এখন পর্যন্ত ৫২,৫১১ জন নাম লিখিয়েছেন, যার মধ্যে ২৭,৬৯৫ জন বিমা সখীকে  ইতিমধ্যেই অর্থ দেওয়া শুরু করেছে কেন্দ্র!

710

১০ম শ্রেণী পাশ এবং ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা আবেদন করার যোগ্য।এই ভাতা মূলত সহায়তা ভাতা হিসেবে কাজ করবে। এর পাশাপাশি, মহিলারা তাদের প্রাপ্ত বিমা পলিসির ভিত্তিতে কমিশন পাবেন এবং তাদের ব্যবসার পরিমাণ অনুযায়ী তাদের আয় বাড়বে।

810

আগামী তিন বছরে ২ লক্ষ বীমা সখী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এল.আই.সি। পলিসি বিক্রয়ের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং ১৪,৫৮৩ জন বীমা সখী পলিসি বিক্রি শুরু করেছেন বলে এল.আই.সি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে।

910

কেন্দ্র জানিয়েছে শুধু টাকাই নয়, নিজেরা কাজ করে যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন মহিলারা, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।  

1010

এই প্রকল্প অনুযায়ী, প্রতিটি বীমা সখী প্রথম বছরে ৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫,০০০ টাকা মাসিক ভাতা পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos