Birth Certificate: চালু হচ্ছে নয়া নিয়ম, জন্ম সার্টিফিকেট সংশোধন করা যাবে অনলাইনে, দেখে নিন পদ্ধতি

Published : May 27, 2025, 11:10 AM IST

Birth Certificate: জন্ম সার্টিফিকেটে ভুল থাকলে এখন ঘরে বসেই অনলাইনে সংশোধন করতে পারবেন। নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি ভুল থাকলে পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে গিয়ে সংশোধন করুন। 

PREV
111

জন্ম সার্টিফিকেট সংশোধন করুন অনলাইন। রাজ্যবাসীর জন্য এল এক বিশেষ সুবিধা।

211

এবার ঘরে বসে পরিবর্তন করুন জন্ম সার্টিফিকেট। যদি নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ কিংবা ঠিকানা ইত্যাদি কোনও কিছু ভুল থাকলে তা অনলাইনে ঠিক করুন।

411

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে, ভোটার কার্ড বা আধার কার্ড কিংবা পাসপোর্ট ইত্যাদি নথি তৈরি করতে জন্ম সার্টিফিকেটের গুরু্ত্ব অপরিসীম।

511

এই সার্টিফিকেটে কোনও কিছু ভুল থাকে, তাহলে ভবিষ্যতে নানান সমস্যা সম্মুখীন হতে পারেন। তবে, আর চিন্তার প্রয়োজন নেই।

611

নামের বানান ভুল থাকলে, বাবার নামের বানান ভুল, মায়ের নামের বানান ভুল, লিঙ্গ ভুল, ঠিকানা ভুল থাকলে ঘরে বসে পরিবর্তন পরিবর্তন করতে পারেন।

711

সবার আগে পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু তথ্য-র অফিসিাল পোর্টালে যান। সেখানে Menu- তে গিয়ে Citizen Service অপশনে ক্লিক করুন।

811

এবার birth অপশনে ক্লিক করুন। তারপর পাবেন Birth certificate correction এ ক্লিক করুন।

911

পরবর্তী পেজে যান জন্ম সার্টিফিকেট সংশোধন করবেন। এখানে যা যা ভুল আছে ঠিক করে নিন।

1011

চাইলে অফলাইনেও ভুল সংশোধন করতে পারেন। জন্ম সার্টিফিকেটে মধ্যে থাকা ভুল সংশোধ করার জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস, পৌরসভা কিংবা বার্থ রেজিস্ট্রেশন অফিস যেতে পারেন।

1111

অফলাইনের সুবিধা তো আছেই। সঙ্গে অনলাইনে এই সংশোধন করতে পারেন।

Read more Photos on
click me!

Recommended Stories