মহারাষ্ট্রে বিজেপির পরাজয় নিশ্চিত তাই কালো টাকা বিলি করছে! এ কী বলছে কংগ্রেস?

Published : Nov 19, 2024, 06:32 PM IST
মহারাষ্ট্রে বিজেপির পরাজয় নিশ্চিত তাই কালো টাকা বিলি করছে! এ কী বলছে কংগ্রেস?

সংক্ষিপ্ত

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে পাঁচ কোটি টাকার কালো টাকাসহ জনতা হাতেনাতে ধরে ফেলেছে।

মহারাষ্ট্রে বিজেপির পরাজয় নিশ্চিত, তাই কালো টাকা বিলি করছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য এবং মহারাষ্ট্র এআইসিসি ইনচার্জ রমেশ চেন্নিতলা। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে পাঁচ কোটি টাকার কালো টাকাসহ জনতা হাতেনাতে ধরে ফেলেছে। পরাজয়ের ভয়ে আতঙ্কিত বিজেপি রাজ্য জুড়ে কালো টাকা ছড়িয়ে ভোট কিনে নির্বাচনে কারচুপি করার চেষ্টা করছে। এটি গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ।

রাজ্যের বেশ কয়েকটি আসনে কোটি কোটি টাকা ঢেলেছে তারা বলে খবর পাওয়া গেছে। প্রশাসনকে সম্পূর্ণরূপে এই কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশের গাড়িতে কালো টাকা বহনের অভিযোগ উঠেছে। এই বিষয়ে মহা বিকাশ আঘাড়ির নেতারা নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা কালো টাকার তথ্য সংগ্রহ করতে নির্বাচন কমিশনের উচিত। গণতন্ত্রকে ধ্বংস করার বিজেপির এই প্রচেষ্টার বিরুদ্ধে আত্মসম্মানবোধ সম্পন্ন মহারাষ্ট্রবাসীরা জোরালো প্রতিবাদ করবেন বলেও জানান চেন্নিতলা।

কার্যত, বিস্ফোরক অভিযোগ। মহারাষ্ট্রে বিজেপির পরাজয় নিশ্চিত জেনেই কালো টাকা বিলি করছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির এই সদস্য। তিনি মহারাষ্ট্রের এআইসিসি ইনচার্জ রমেশ চেন্নিতলা। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে পাঁচ কোটি টাকার কালো টাকাসহ জনতা হাতেনাতে ধরে ফেলেছে। পরাজয়ের ভয়ে আতঙ্কিত বিজেপি রাজ্য জুড়ে কালো টাকা ছড়িয়ে ভোট কিনে নির্বাচনে কারচুপি করার চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

রাতের গোয়ায় নাইট ক্লাবে ভয়ঙ্কর দুর্ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণে পর্যটক সহ নিহত অন্তত ২৩ জন
News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে