উপত্যকায় লাগাতার সেনা অভিযানের বদলা, পরিবার সমেত বিজেপি নেতাকে গুলি করে মারল জঙ্গিরা

  • ফের সন্ত্রাসবাদী হামলা কাশ্মীরে
  • এবার নিশানায় বিজেপি নেতা
  • বাবা ও ভাই সমেত গুলিতে ঝাঁঝরা নেতা
  • কাশ্মীরের বান্দিপোরা এলাকর ঘটনা

Asianet News Bangla | Published : Jul 8, 2020 5:28 PM IST / Updated: Jul 08 2020, 11:11 PM IST

ফের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত কাশ্মীর। এবার জঙ্গিদের নিশানায় এক বিজেপি নেতা ও তাঁর পরিবার। বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা  জেলার বিজেপি নেতা শেখ ওয়াসিম ও তাঁর বাবা এবং ভাইকে গুলি করে মারল জঙ্গিরা।

আরও পড়ুন: তথ্য পাচার রুখতে এবার কড়া ভারতীয় সেনা, ফেসবুক-ইনস্টাগ্রাম সহ নিষিদ্ধ ৮৯টি অ্যাপ

জানা গিয়েছে বুধবার রাতে স্থানীয়  পুলিশ স্টেশনের কাছে  নিজেদের দোকানের বাইরে বসেছিলেন ওই বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি। তাঁর সঙ্গে ছিলেন বাবা বসির আহমেদ  ও ভাই উমর। রাত নটা নাগাদ তাঁধের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় কয়েকজন জঙ্গি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তিনজন। 

আরও পড়ুন: গালওয়ানে তাঁবু গুটিয়ে ফেলল লালফৌজ, উপগ্রহ চিত্রে ধরা পড়ল অস্থায়ী শিবির ভাঙার ছবিও

 

শেখ ওয়াসিম ছিলেন বান্দিপোরায় দলের জেলা সভাপতি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওয়াসিমের সুরক্ষার জন্য যে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছিল, ঘটনার সময় তাঁদের কেউই উপস্থিত ছিলেন না। কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই পুলিশকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

 

 

জম্মু কাশ্মীর পুলিশ ট্যুইটারে জানায়, “বান্দিপোরায় বিজেপি কর্মী ওয়াসিম বারির উপর জঙ্গিরা গুলি চালিয়েছিল। নির্বিচারে গুলি চালানোর সময় ওয়াসিম বারি, তাঁর বাবা বসির অহমদ ও ভাই উমর বশির আহত হলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনজন আহতেরই মৃত্যু হয়”।

Share this article
click me!