উপত্যকায় লাগাতার সেনা অভিযানের বদলা, পরিবার সমেত বিজেপি নেতাকে গুলি করে মারল জঙ্গিরা

  • ফের সন্ত্রাসবাদী হামলা কাশ্মীরে
  • এবার নিশানায় বিজেপি নেতা
  • বাবা ও ভাই সমেত গুলিতে ঝাঁঝরা নেতা
  • কাশ্মীরের বান্দিপোরা এলাকর ঘটনা

ফের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত কাশ্মীর। এবার জঙ্গিদের নিশানায় এক বিজেপি নেতা ও তাঁর পরিবার। বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা  জেলার বিজেপি নেতা শেখ ওয়াসিম ও তাঁর বাবা এবং ভাইকে গুলি করে মারল জঙ্গিরা।

আরও পড়ুন: তথ্য পাচার রুখতে এবার কড়া ভারতীয় সেনা, ফেসবুক-ইনস্টাগ্রাম সহ নিষিদ্ধ ৮৯টি অ্যাপ

Latest Videos

জানা গিয়েছে বুধবার রাতে স্থানীয়  পুলিশ স্টেশনের কাছে  নিজেদের দোকানের বাইরে বসেছিলেন ওই বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি। তাঁর সঙ্গে ছিলেন বাবা বসির আহমেদ  ও ভাই উমর। রাত নটা নাগাদ তাঁধের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় কয়েকজন জঙ্গি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তিনজন। 

আরও পড়ুন: গালওয়ানে তাঁবু গুটিয়ে ফেলল লালফৌজ, উপগ্রহ চিত্রে ধরা পড়ল অস্থায়ী শিবির ভাঙার ছবিও

 

শেখ ওয়াসিম ছিলেন বান্দিপোরায় দলের জেলা সভাপতি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওয়াসিমের সুরক্ষার জন্য যে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছিল, ঘটনার সময় তাঁদের কেউই উপস্থিত ছিলেন না। কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই পুলিশকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

 

 

জম্মু কাশ্মীর পুলিশ ট্যুইটারে জানায়, “বান্দিপোরায় বিজেপি কর্মী ওয়াসিম বারির উপর জঙ্গিরা গুলি চালিয়েছিল। নির্বিচারে গুলি চালানোর সময় ওয়াসিম বারি, তাঁর বাবা বসির অহমদ ও ভাই উমর বশির আহত হলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনজন আহতেরই মৃত্যু হয়”।

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari