- Home
- West Bengal
- West Bengal News
- 'অগ্নিকন্যা' মমতার বিরুদ্ধে বিজেপির মুখ অগ্নিমিত্রা? সভাপতি নির্বাচনের আগেই পোস্টার ঘিরে জল্পনা
'অগ্নিকন্যা' মমতার বিরুদ্ধে বিজেপির মুখ অগ্নিমিত্রা? সভাপতি নির্বাচনের আগেই পোস্টার ঘিরে জল্পনা
Agnimitra Paul: বিজেপিতে রাজ্যসভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। কিন্তু তার আগেই মমতার বিরুদ্ধে বিজেপি মুখ কে তা নিয়ে পোস্টার পড়েছে কলকাতায়।
- FB
- TW
- Linkdin
)
পোস্টার যুদ্ধ
ভোটের আর বাকি মাত্র এক বছর। তার আগেই শাসক বিরোধী দুই দলেই বেজেগেছে ভোটের দামামা। শুরু হয়েছে পোস্টার যুদ্ধ।
বিজেপির পোস্টার
বিজেপিতে রাজ্যসভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। কিন্তু তার আগেই মমতার বিরুদ্ধে বিজেপি মুখ হিসেবে পোস্টার পড়েছে কলকাতায়।
কেষ্টপুরে পোস্টার
কেষ্টপুরে অগ্নিমিত্রা পলের নামে ব্যানার আর পোস্টার পড়েছে। সেখানে বলা বয়েছে 'বাংলার নারী শক্তির রক্ষাকবচ
অগ্নিমিত্রাকে চায় '
অর্থাৎ মমতার বিরুদ্ধে বিজেপির মুখ
মমতা বন্দ্যোপাধ্য়ায়, অর্থাৎ অগ্নিকন্যার প্রতিপক্ষ অগ্নিমিত্রা পলকেই তুলে ধরতে চাইছে বিজেপি? যদিও রাজ্যের নেতারা এই বিষয়ে মুখ খোলেননি।
পোস্টার কাদের
পোস্টার পড়েছে বাংলার অসংরক্ষিত মহিলা সমাজের পক্ষ থেকে। তবে পোস্টারে স্পষ্ট নয়, অগ্নিমিত্রাকে তাঁরা ভবানীপুরে বিজেপির প্রার্থী হিসেবে দেখতে চান, নাকি বিজেপির সভাপতি হিসেবে দেখতে চান।
অগ্নিমিত্রাই মুখ!
বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে। এখনও রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়নি। যদিও একাধিক নাম ঘোরাফেরা করছে। দিলীপ ঘোষ থেকে অগ্নিমিত্রা পল- সকলেরই নাম রয়েছে।
সক্রিয় অগ্নিমিত্রা
বিজেপির একাধিক দলীয় কর্মসূচিতে রীতিমত সক্রিয় অগ্নিমিত্রা পল। বিধানসভায় নিয়মিত যাতায়াত রয়েছে। বিক্ষোভ কর্মসূচিতেও তাঁকে দেখা যায় সামনের সারিতে।
আরজি কর ইস্যু
আরজি কর আন্দোলনের সময় থেকেই অগ্নিমিত্রা পল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। রাস্তায় নেমে আন্দোলন করেছিলেনের। রাজ্যের মহিলা নিরাপত্তার নেই বলেও অভিযোগ তুলে সরব হয়েছিলেন।
অগ্নিমিত্রা পল
অগ্নিমিত্রা পল বিধায়ক। তিনি কয়েক বছর ধরেই বিজেপি সদস্য। বিজেপির মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ নেত্রী।
বিজেপির নিশানা তৃণমূলকে
অগ্নিমিত্রার পোল্টার বিজেপি দেয়নি। তবে বিজেপির একাংশ নিশানা করছে তৃণমূলকে। তাদের কথায় অগ্নিমিত্রা পলকে আইসোলেন করার চেষ্টা করছে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাক। তারাই এই পোস্টার দিয়েছে। যদিও আইপ্যাকে কোনও উত্তর দেয়নি।