DA বৃদ্ধির কারণে সরকারের এই সবকর্মীরাই গ্র্যাচুইটির ২৫ লক্ষ টাকা পাবেন, নতুন নিয়ম UPS-এ

UPS Rule: গত বছর থেকেই পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের পক্ষ থেকে সরকারি কর্মীদের জন্য গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।

 

Saborni Mitra | Published : Mar 28, 2025 10:54 AM
114
পেনশন স্কিমে বদল

গত বছর থেকেই পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের পক্ষ থেকে সরকারি কর্মীদের জন্য গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।

214
গ্র্যাচুইটির নিয়ম

২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই নতুন গ্র্যাচুইটির নিয়ম লাগু করা হয়েছে।

314
মহার্ঘ ভাতা বৃদ্ধি

অন্যদিকে অক্টোবর মাসেই কেন্দ্রীয় সরকার তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার জন্য কেন্দ্রের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বর্তমানে ৫০ শতাংশ অতিক্রম করেছে।

414
গ্র্যাচুইটির ক্ষেত্রে সমস্যা

আর সেই কারণে কিছউ সমস্যা হতে পারে গ্র্যাচুইটির ক্ষেত্র। কারণ মহার্ঘ ভাতা ৫০ শতাংশ পার করায় সমস্ত সরকারি কর্মী আর ২৫ লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন না।

514
গ্র্যাচুইটি গণনা

নিয়ম অনুযায়ী একজন সরকার কর্মীর তাঁর শেষ বেতনের ১৬.৫ গুণ বা ২৫ লক্ষ টাকা যেটি কম হবে সেই পরিমাণ টাকাই গ্র্যাচুইটি হিসেবে পাবেন।

614
গ্র্যাচুইটির নিময়

এই বেতন গণনা করা হবে মূল বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে দিয়ে। তাই প্রত্যেক কর্মী যে গ্র্যাচুইটি হিসেবে ২৫ লক্ষ টাকা পাবেন এমনটা নয়।

714
নতুন নিময়

নতুন নিয়মে গ্র্যাচুইটির টাকা নির্ভর করবে সরকারি কর্মীদের চাকরির মেয়াদ আর বেতনের ওপর।

814
গ্র্যাচুইটি দুই ধরনের

সরকারি কর্মীরা মূলত দুই ধরনের গ্র্যাচুইটি পান। একটি অবসরকালীন গ্র্যাচুইটি আর অন্যটি হল ডেথ গ্র্যাচুইটি।

914
অবসরকালীন গ্র্যাচুইটি

প্রতি ৬ মাস কাজ করার জন্য এই অবসরকালীন গ্র্যাচুইটির জন্য মূল বেতনের এক চতুর্থাংশ ও মহার্ঘভাতা একত্রে সঞ্চিত হয়।

1014
শর্ত

বেতনের ১৬ গুণ টাকা বা এক লপ্তে ২৫ লক্ষ টাকা যেটি কম হবে, সেটি দেওয়া হবে সরকারি কর্মীদের। আর গ্র্যাচুইটি পাওয়ার জন্য কমপক্ষে ৫ বছর কাজ করতে হবে কর্মীকে।

1114
মৃত্যুকালীন গ্র্যাচুইটি

চাকরি করাকালীন কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে দেওয়া হবে গ্র্যাচুইটি তবে কিছু নিয়ম মেনে।

1214
শর্ত

১ বছরের কম চাকরি করে থাকলে বেতনের দ্বিগুণ টাকা, ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত কাজ করলে বেতনের ৬ গুণ টাকা, ৫ থেকে ১১ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে বেতনের ১২ গুণ, ১১ থেকে ২০ বছর পর্যন্ত কাজ করে থাকলে বেতনের ২০ গুণ এবং ২০ বছরের বেশি কাজ করে থাকলে কর্মীরা প্রতি ৬ মাস কাজের জন্য বেতনের অর্ধেক হিসেবে গ্র্যাচুইটি পাবেন কাজের মেয়াদের উপরে।

1314
ইউফায়েড পেনশন স্কিম

কেন্দ্র সরকার আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে একটি নতুন পেনশন স্কিম ইউনিফায়েড পেনশন স্কিম চালু করতে চলেছে। পুরনো পেনশন স্কিম ও ন্যাশনাল পেনশন স্কিমের সমস্ত বৈশিষ্ট্য

1414
গ্র্যাচুইটির পরিমাণ

এই পেনশন প্রকল্পের অধীনে ন্যূনতম ১০ বছর কাজ করলে কর্মীরা ন্যূনতম ১০,০০০ টাকা পেনশন পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos