৬টি রাজ্যে উপনির্বাচনের ভোট গণনা সকাল ৮টায় শুরু হয়ে এখনও চলছে। এই রাজ্যগুলির সাতটি বিধানসভা আসনের জন্য ভোট হয়েছে ৩ নভেম্বর।
ছয় রাজ্যের সাতটি বিধানসভা আসনে, উপনির্বাচনে বিজেপিকে রাজনৈতিক সিরিজ ৪-৩ ব্যবধানে জিততে দেখা যাচ্ছে। বিহারের আদমপুর, গোপালগঞ্জ এবং উত্তর প্রদেশের গোলা গোকারনাথে বিজেপি জিতেছে। হরিয়ানার আদমপুর আসনে প্রথমবার জয় পেল বিজেপি। বিহারের গোপালগঞ্জ এবং উত্তর প্রদেশের গোকরনাথে গোল বাঁচিয়েছে বিজেপি। ওড়িশার ধামনগরে বিজেডি প্রার্থীর চেয়ে এগিয়ে বিজেপি। একইসঙ্গে, দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুরুগোদে আসনে টিআরএস এগিয়ে থাকলেও শাসক দলের সঙ্গে কড়া টক্কর দিচ্ছে বিজেপি।
এর আগে, ৬টি রাজ্যে উপনির্বাচনের ভোট গণনা সকাল ৮টায় শুরু হয়ে এখনও চলছে। এই রাজ্যগুলির সাতটি বিধানসভা আসনের জন্য ভোট হয়েছে ৩ নভেম্বর। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন হরিয়ানার আদমপুর আসনে প্রথমবার জয় পেল বিজেপি। তবে জয়ের কৃতিত্ব যায় ভজনলাল পরিবারের, যারা গত ৫৪ বছর ধরে এই আসনটি শাসন করছে। এবার সেই পরিবারের তৃতীয় প্রজন্মের যুবকেরা বিশাল বিষ্ণোই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর আগে কংগ্রেসের টিকিটে এখান থেকে জিতে আসছে ভজনলাল পরিবার। কিন্তু, সম্প্রতি ভবিয়ার বাবা কুলদীপ বিজেপিতে যোগদানের পর এই আসনে রাজনৈতিক সমীকরণ বদলে গেল।
গোলায় বিজেপির জয়
ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমান গিরি উত্তরপ্রদেশের গোলা গোকারনাথ আসন থেকে জয়ী হয়েছেন। তিনি সমাজবাদী পার্টির প্রার্থীকে ৩০ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। তবে এ আসনের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। ২০২২ সালেও এই আসনে জয়ী হয়েছিল বিজেপি। বিধায়ক বিষ্ণুচরণ শেঠির মৃত্যুতে আসনটি শূন্য হয়।
গোপালগঞ্জে জয়ী বিজেপি, মোকামা কেড়ে নিল আরজেডি
গোপালগঞ্জে, বিধায়ক সুভাষ সিং-এর মৃত্যুর পর শূন্য হওয়া আসনটিতে বিজেপির জন্য নাকের লড়াই ছিল। যা বিজেপি অর্জন করেছে। বিহারের গোপালগঞ্জ আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির কুসুম দেবী। তিনি রাষ্ট্রীয় জনতা দলকে ২ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। অন্যদিকে বিহারের মোকামা আসনে জয়ী হয়েছেন আরজেডি প্রার্থী ও অনন্ত সিংয়ের স্ত্রী নীলম দেবী।
ওড়িশায় এগিয়ে, তেলেঙ্গানায় ঘনিষ্ঠ লড়াই
ওড়িশার ধামনগর আসনে বিজেপির সূর্যবংশী সুরাজ নেতৃত্ব দিচ্ছেন। তার পর দুই নম্বরে রয়েছেন বিজেডির অবন্তী দাস। এই আসনটি আগেও ছিল বিজেপির খাতায়। এখানে বিজেপি নিজেদের আসন বাঁচাতে দেখা যাচ্ছে। একই সঙ্গে তেলেঙ্গানার কথা বললে, এখানে মুরুগোদি বিধানসভা আসনে বিজেপি ও টিআরএসের মধ্যে ঘনিষ্ঠ লড়াই চলছে। যদিও টিআরএস প্রায় ১৬০০ ভোটে এগিয়ে রয়েছে।
তেলেঙ্গানা ও আদমপুরে রেকর্ড ভোট হয়েছে
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হরিয়ানার আদমপুরে ভোট পড়েছে ৭৫.২৫ শতাংশ। মহারাষ্ট্রের আন্ধেরি পূর্বে ৩১.৭৪ শতাংশ, ধামনগর আসনে ৬৬.৩৩ শতাংশ, গোলা গোকারনাথ আসনে ৫৫.৬৮ শতাংশ ভোটার। একই সময়ে, বিহারের গোপালগঞ্জ ও মোকামা আসনে ৪৮.৩৫ শতাংশ এবং ৫২.৪৭ শতাংশ ভোট পড়েছে। যেখানে, তেলেঙ্গানার মুনুগোদে আসনে সর্বোচ্চ ৭৭.৫৫ শতাংশ ভোট পড়েছে।
আন্ধেরি পূর্ব জয়ের পথে উদ্ধব
মহারাষ্ট্রের আন্ধেরি পূর্ব বিধানসভা আসনে উদ্ধব গোষ্ঠীর জয়ের রাস্তা বেশ সহজ বলে মনে হচ্ছে। এই নির্বাচনে বিজেপি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। এর পর মনে করা হচ্ছে উদ্ধব গোষ্ঠীর প্রার্থী ঋতুজা লাট্টের জয় নিশ্চিত। তবে তার বিপক্ষে ৭ স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। রিচুজা ৩২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। যেখানে আশ্চর্যের বিষয় হল, প্রায় ৬ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নোটা।
আরও পড়ুন
৭ কেন্দ্রের উপনির্বাচনে ৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, মহারাষ্ট্রে অবাধে এগোচ্ছে উদ্ধব ঠাকরের দল
শহর যেন এক 'গ্যাস চেম্বার', বাতাসে টক গন্ধ, দূষণ এড়াতে ফের ওয়ার্ক ফ্রম হোম ফিরছে রাজধানীতে