সব খেলা ঘুরিয়ে দেবে বিজেপি! প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন বাংলা সহ ৭ রাজ্যের ভোটের ফল

পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বর দল হয়ে উঠতে পারে বলেও মনে করছেন প্রশান্ত কিশোর। যদিও তৃণমূল প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণীকে পাত্তা দিতে নারাজ এবং তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, বাংলার মানুষের মন এখনো পড়ে উঠতে পারেননি প্রশান্ত কিশোর।

বিজেপি বরাবর পিছিয়ে থাকার ক্ষেত্রে যে সব রাজ্যের নাম উঠে আসে সেগুলির মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ সহ দক্ষিণের বেশ কিছু রাজ্য। এরকম ৭টি রাজ্যে এবার বিজেপি অপ্রত্যাশিত ফলাফল করবে বলেই মনে করছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

৫৪৩ টি লোকসভা কেন্দ্রের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালাতেই রয়েছে ২০৪টি আসন। কিন্তু এই ৭টি রাজ্য মিলিয়ে বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৫০টি আসনও পায়নি। ২০১৯ সালে তারা পেয়েছিল মোট ৪৭টি আসন। যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই ছিল ১৮টি। যদি ২০১৪ সালের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, এই সাতটি রাজ্যে বিজেপি মোট পেয়েছিল ২৯টি আসন। তবে এই বছর লোকসভা নির্বাচনে এই ছবি পুরোপুরি ভাবে বদলে যাবে বলেই মনে করছেন প্রশান্ত কিশোর।

Latest Videos

প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যৎবাণী এর আগে বহুবার অক্ষরে অক্ষরে মিলে যেতে দেখা গিয়েছে। যে কারণে তার এমন ভবিষ্যৎবাণী নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিশোর মনে করছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি দক্ষিণ ও পূর্ব ভারতে অনেক বেশি লাভ করতে চলেছে। দক্ষিণ ভারতে বিজেপির ভোট ব্যাংক অনেক বেশি পুষ্ট হবে আগের তুলনায়। পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিজেপির ফলাফল অনেক ভালো হবে এমনটাই মনে করছেন তিনি।

পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বর দল হয়ে উঠতে পারে বলেও মনে করছেন প্রশান্ত কিশোর। যদিও তৃণমূল প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণীকে পাত্তা দিতে নারাজ এবং তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, বাংলার মানুষের মন এখনো পড়ে উঠতে পারেননি প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী, বিরোধীদের কাছে বিজেপিকে থামানোর অনেক সুযোগ ছিল, কিন্তু তারা বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে সেই সকল সুযোগ হাতছাড়া করেছেন। এমন পরিস্থিতিতে তেলঙ্গানায় বিজেপি প্রথম অথবা দ্বিতীয় দল হিসাবে আবির্ভূত হতে পারে। ওডিশায় বিজেপি এবার সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বলেই তিনি মনে করছেন।

আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik