কোন স্তরে কত টাকা বৃদ্ধি ?
কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, Booth Level Officer বা BLO রা ২০১৫ সাল থেকে পেতেন ৬ হাজার টাকা। এখন তাঁরা পাবেন ঠিক দ্বিগুণ, ১২ হাজার টাকা । যেসব BLO রা নির্বাচনী তালিকা রিভিশনের কাজ করবেন তাঁরা এতদিন ইনসেনটিভ পেতেন ১ হাজার টাকা, এখন তাঁরা পাবেন ২ হাজার টাকা।