বোমা ফেলে রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি! ফের জঙ্গি ফোনে ছড়াল আতঙ্ক

বোমা ফেলে রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি! ফের জঙ্গি ফোনে ছড়াল আতঙ্ক

Anulekha Kar | Published : Dec 13, 2024 10:30 AM
17

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (আরবিআই) বোমার হুমকি। বৃহস্পতিবার বিকেলে রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই হুমকি ই-মেল আসে।

27

ওই ই-মেলে রুশ ভাষায় রিজার্ভ ব্যাংকে বোমা ফেলার হুমকি দেওয়া হয়।

37

মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ)থানায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

47

ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ তদন্ত শুরু করেছে। কোথা থেকে ফেন এসেছে তা নিয়ে জোর তদন্ত শুরু হয়ে গিয়েছে।

57

এই প্রথম নয়, এর আগেও রিজার্ভ ব্যাঙ্ককে বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে খবর।

67

এর আগে গত মাসে রিজার্ভ ব্যাঙ্কের কাস্টমস কেয়ার নম্বরে ফোন করে রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

77

যে হুমকি দিয়েছে সে নিজেকে লস্কর-ই-তৈবার সিইও বলে পরিচয় দেয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos