সোনায় সোহাগা সরকারি কর্মীদের। বছর শেষ হওয়ার আগেই দুর্দান্ত সুখবর কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য। তার আগেই লটারি লাগল তাঁদের! একধাক্কায় বেড়ে গেল দুটো ভাতা।
২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই কার্যত লটারি লাগল সরকারি কর্মীদের।
গত জুলাই মাসে ও নভেম্বর মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) ৩ শতাংশ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার।
ফলে এখন DA-র পরিমাণ ৫৩% -এ গিয়ে ঠেকেছে।
কিন্তু এখানেই শেষ নয়, সরকার এখন সরকার আরও দুটি ভাতার পরিমাণ বাড়িয়ে দিল।
এর প্রভাব সরাসরি কর্মচারীদের বেতনের ওপর দেখা যাবে। অর্থাৎ এখন তাদের বেতন বাড়বে।
এখন নিশ্চয়ই ভাবছেন সেই ভাতাগুলি কী কী? আর কতটা পরিমাণেই বা বাড়ল?
তাহলে আর সাসপেন্স না রেখে জানিয়ে দি, এই দুটি ভাতা হলো নার্সিং ভাতা ও পোশাক ভাতা।
মহার্ঘ ভাতা যখন ৫০ শতাংশ ছিল, তখন সপ্তম বেতন কমিশন বহু ভাতা বৃদ্ধির সুপারিশ করেছিল। যার মধ্যে অন্যতম ছিল এই দুটি ভাতাও।
সেপ্টেম্বরে যোগ্য কর্মীদের জন্য নার্সিং ভাতা এবং পোশাক ভাতা উভয়ই সংশোধন করা হয়েছিল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ১৭ সেপ্টেম্বর ২০২৪ অনুসারে, প্রতিবার ৫০% মহার্ঘ ভাতা থাকলে পোশাক ভাতা ২৫ শতাংশ বাড়ানো হবে।