অষ্টম পে কমিশনের আগেই এক ধাক্কায় বাড়ল দুটি ভাতা! বছর শেষ না হতেই মাস্টারস্ট্রোক মোদীর

সোনায় সোহাগা সরকারি কর্মীদের। বছর শেষ হওয়ার আগেই দুর্দান্ত সুখবর কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য। তার আগেই লটারি লাগল তাঁদের! একধাক্কায় বেড়ে গেল দুটো ভাতা।

Parna Sengupta | Published : Dec 13, 2024 3:36 AM IST
110

২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই কার্যত লটারি লাগল সরকারি কর্মীদের।

210

গত জুলাই মাসে ও নভেম্বর মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) ৩ শতাংশ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার।

310

ফলে এখন DA-র পরিমাণ ৫৩% -এ গিয়ে ঠেকেছে।

410

কিন্তু এখানেই শেষ নয়, সরকার এখন সরকার আরও দুটি ভাতার পরিমাণ বাড়িয়ে দিল।

510

এর প্রভাব সরাসরি কর্মচারীদের বেতনের ওপর দেখা যাবে। অর্থাৎ এখন তাদের বেতন বাড়বে।

610

এখন নিশ্চয়ই ভাবছেন সেই ভাতাগুলি কী কী? আর কতটা পরিমাণেই বা বাড়ল?

710

তাহলে আর সাসপেন্স না রেখে জানিয়ে দি, এই দুটি ভাতা হলো নার্সিং ভাতা ও পোশাক ভাতা।

810

মহার্ঘ ভাতা যখন ৫০ শতাংশ ছিল, তখন সপ্তম বেতন কমিশন বহু ভাতা বৃদ্ধির সুপারিশ করেছিল। যার মধ্যে অন্যতম ছিল এই দুটি ভাতাও।

910

সেপ্টেম্বরে যোগ্য কর্মীদের জন্য নার্সিং ভাতা এবং পোশাক ভাতা উভয়ই সংশোধন করা হয়েছিল।

1010

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ১৭ সেপ্টেম্বর ২০২৪ অনুসারে, প্রতিবার ৫০% মহার্ঘ ভাতা থাকলে পোশাক ভাতা ২৫ শতাংশ বাড়ানো হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos