সম্প্রতি একের পর বিমান সংস্থায় বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। এবার এই ভুয়ো বোমা হামলার তদন্তে নির্দিষ্ট সূত্র পেলেন গোয়েন্দারা।
ব্রিটেন থেকেই ভারতীয় বিমান সংস্থাগুলিকে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। ভিপিএন ট্র্যাক করে এই তথ্য পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ভারতীয় বিমান সংস্থাগুলি অন্তত ৪০০ বোমা হামলার হুমকি পেয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ হুমকিও দেওয়া হয়েছে ব্রিটেন থেকে। এছাড়া আরও কয়েকটি দেশ থেকেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সব হুমকিই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। তবে বারবার ভুয়ো হুমকি আসায় বিমান সংস্থাগুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকারও নড়েচড়ে বসেছে। এরই মধ্যে জানা গেল, এই হুমকির মূল ঘাঁটি ব্রিটেন। যারা হুমকি দিয়ে চলেছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি উঠছে।
বিমানবন্দরগুলিতে বাড়তি নিরাপত্তা
দেশের একের পর এক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে ফোন বা ই-মেল আসার পরিপ্রেক্ষিতে সারা দেশেই নিরাপত্তাব্যবস্থার উপর কড়া নজর দিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বিমানবন্দরগুলিতে এমনিতেই নিরাপত্তা অত্যন্ত কড়া। বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলিতে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। সম্প্রতি কোনও বিমান ছিনতাই বা হামলার ঘটনা না ঘটলেও, হুমকির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলির উদ্বেগ বেড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় বিমান সংস্থাগুলি।
বোমা হামলা খতিয়ে দেখতে কমিটি
দেশের সব গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটির সদস্যদের নিয়োগ করেছে এনআইএ। এই কমিটির সদস্যদের কাছে বম্ব স্কোয়াডের মতোই সব অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। তাঁদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। হামলার হুমকি বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম এই কমিটির সদস্যরা। বিমানবন্দরগুলির নিরাপত্তায় যাতে কোনওরকম ফাঁক না থাকে, সেটা নিশ্চিত করতে চাইছে এনআইএ। বিমানবন্দরগুলির উপর বাড়তি নজর রাখা হচ্ছে। সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভুয়ো ফেন করে বারবার বিমানে বোমা হামলার হুমকি! দিল্লিতে গ্রেফতার ২৫ বছরের যুবক
একের পর এক বিমানে বোমা বিস্ফোরণের হুমকি, কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র