ওয়াকফ বিল নিয়ে আলোচনায় উত্তাল যৌথ সংসদীয় কমিটি, বিরোধীরা বেরিয়ে গিয়ে আবারও ফিরে এলেন

আম আদমি পার্টির সদস্য সঞ্জয় সি, ডিএমকে সাংসদ মহম্মদ আবদুল্লাহ, কংগ্রেসের নাসির হুসেন ও মহম্মদ জভেদের সঙ্গে অনেকেই তুমুল বিতর্কের পরে বৈঠক ছেড়ে বেরিয়ে যান। যদিও বিরোধীরা পরে আবার বৈঠকে যোগ দেন।

 

আবারও তুমুল বিতর্ক উত্তেজনা ওয়াকফ প্যানেলের বৈঠকে। সোমবার দিল্লিতে বসেছিল যৌথ সংসদীয় কমিটির বৈঠক। আলোচনা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিলের খসড়া নিয়ে। সেখনেই সরকারি ও বিরোধী সাংসদরা বিতর্কে জড়িয়ে যায়। একটা তারা ওয়াক আউট করে। তবে কিছুক্ষণ পরে তারা আবার বৈঠকে যোগ দেয়।

আম আদমি পার্টির সদস্য সঞ্জয় সি, ডিএমকে সাংসদ মহম্মদ আবদুল্লাহ, কংগ্রেসের নাসির হুসেন ও মহম্মদ জভেদের সঙ্গে অনেকেই তুমুল বিতর্কের পরে বৈঠক ছেড়ে বেরিয়ে যান। যদিও বিরোধীরা পরে আবার বৈঠকে যোগ দেন।

Latest Videos

ওয়াকফ বিল নিয়ে তুমুল বিতর্ক চলছে। এই আবহেই দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী সোমবার জেপিসিকে একটি চিঠি লিখেছেন। তিনি সংশোধনীকে বাতিল করার আবেদন জানিয়েছেন। জেপিসির তরফে বিলের বিষয়ে দিল্লি সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তারই প্রেভিতে অতিশী বিলটি বাতিল করতে আবেদন জানিয়েছেন। তিনি বিলটিকে অপ্রয়োজনীয় ও অন্তঃসারশূন্য বলেছেন। বিল বাতিলেতের দাবিতেই এদিন বিরোধী সাংসদরা ওয়াকআউট করেন। যদিও এদিন যৌথ সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যণ বন্দ্যোপাধ্যায়। তারপরেও এদিনও উত্তাল হয় বৈঠক।

এর আগে ২২ অক্টোবর যৌথ সংসদীয় কমিটির বৈঠক হয়েছিল দিল্লিতে। সেই সময় তুমুল বিতর্ক হয়। তাতেই উত্তেজিত হয়ে কাচের বোতল ছুঁড়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাতে তাঁর হাতও কাটে। ৬টি সেলাই পড়েছে বলেও দাবি করেন কল্যাণ। অসংসদীয় আচরণের কারণে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু এদিন কল্যাণের অনুপস্থিতিতেও ওয়াকফ বিল নিয়ে আলোচনার সময় উত্তাল হয়ে উঠল যৌথ সংসদীয় কমিটির বৈঠক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল