Local News: তাজ্জব কাণ্ড! আলু চাষের জমি খুঁড়তেই বেরিয়ে এল লাখ লাখ টাকার জিনিস

গোপন সূত্রে খবর পেয়ে আলু চাষের জমিতে গিয়ে পৌঁছয় পুলিশ, বিষয়টি জানতে পেরে শুরু হয় গোটা মাঠ খনন করার কাজ।

জমির ওপরে চাষ করা হয়েছিল আলু। সেই আলু মাটির নীচে ফলবে, এই আশায় যখন খনন করা শুরু হল মাটি, তখন আলুর বদলে বেরিয়ে এল লাখ লাখ টাকার জিনিস! এমনই তাজ্জব ঘটনা ঘটেছে বিহারের গোপালগঞ্জে। যেখানকার সাধারণ মানুষ ভেবেছিলেন যে, কৃষক নিজের ক্ষেতে আলুর ফসল লাগিয়েছেন। কিন্তু সেই মাঠে যে এমন কিছু লুকিয়ে ছিল, যেটার গন্ধ মানুষ তো দূরের কথা, পাড়ার কুকুরের দলও টের পায়নি। 


গোপন সূত্রে খবর পেয়ে আলু চাষের জমিতে গিয়ে পৌঁছয় পুলিশ, বিষয়টি জানতে পেরে শুরু হয় গোটা মাঠ খনন করার কাজ। স্থানীয় মানুষজনের সামনেই চাষের ক্ষেত খোঁড়া শুরু করা হয়, তখন সেখান থেকে এমন কিছু বেরিয়ে আসে, যা থাকা সম্পূর্ণ বেআইনি ব্যাপার। কাণ্ডটি ঘটেছে গোপালগঞ্জ জেলার যাদোপুর থানা এলাকার।

-

মঙ্গলবার গোপালগঞ্জের যাদোপুর থানার চতুরবাগা গ্রামে বিষয়টি প্রকাশ্যে আসে। যেখানে পুলিশের দল বন্দুক হাতে নিয়েই একটি বিশাল ক্ষেত খনন করছে বলে দেখা যায়। কিন্তু, একি! আলু কোথায়? ফসলের পরিবর্তে ক্ষেতের জমি খুঁড়লে বেরিয়ে আসছে লাখ লাখ টাকার মদ! এই দেখেই সেখানে উপস্থিত সমস্ত লোকজন অবাক হয়ে যান। 

-

বিহার রাজ্যে মদ পুরোপুরি ‘নিষিদ্ধ’ এবং এর ব্যবহার ও ব্যবসা করা সম্পূর্ণ বেআইনি। কিন্তু তা সত্ত্বেও মদ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মদ চোরাচালান নিয়ে নিত্য নতুন কৌশল অবলম্বন করে চলেছেন। কখনও যানবাহনে সেলার তৈরি করে মদের ব্যবসা করা হয়, আবার কখনও অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িতে ট্যাগ লাগিয়ে মদ পরিবহন করা হয়। কিন্তু, গোপালগঞ্জে মদ চোরাকারবারীরা যে মদ লুকানোর জন্য আলুর ক্ষেতকেও বাদ দেননি, তা দেখে তাজ্জব বনে গিয়েছেন পুলিশ কর্তারা। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি