Wrestlers Protest: ব্রিজ ভূষণ শরণ সিংহের বাড়িতে এবার পুলিশি হানা, অমিত শাহের বৈঠকের পরেই কড়া পদক্ষেপ

Published : Jun 06, 2023, 01:58 PM ISTUpdated : Jun 06, 2023, 04:49 PM IST
Brij Bhushan Singh

সংক্ষিপ্ত

মোট ১২ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। বিবৃতি দেওয়া ব্যক্তিদের নাম, ঠিকানা এবং পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। 

বিজেপি সাংসদ এবং দেশের কুস্তি ফেডারেশনের প্রধান সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে নয়াদিল্লিতে দীর্ঘ দিন ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন ভারতের শীর্ষ কুস্তিগীররা। শনিবার তাঁদের সাথে একান্ত বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই কুস্তি ফেডারেশনের সভাপতির বাড়িতে হানা দিল দিল্লি পুলিশের দল।

সূত্রের খবর, শনিবারের বৈঠকে ভারতের বিখ্যাত কুস্তিগিরদের আইনের ওপরেই ভরসা রাখার অনুরোধ জানিয়েছিলেন অমিত শাহ। তিনি বলেছিলেন, “আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন।” কুস্তিগিরদের প্রতিবাদ শুরু হওয়ার প্রথম দিকে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছিল দিল্লি পুলিশ। কিন্তু, অমিত শাহের সাথে কুস্তিগিরদের বৈঠকের পরেই তাঁর বাড়িতে মঙ্গলবার পুলিশি হানার ঘটনা ঘটল।

৬ জুন, মঙ্গলবার, উত্তরপ্রদেশের গোন্ডায় রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশ। সেখানে গিয়ে মোট ১২ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। বিবৃতি দেওয়া ব্যক্তিদের নাম, ঠিকানা এবং পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। WFI প্রধান তথা এখানকার বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বেশ কয়েকজন সমর্থককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল (SIT)। এই দলের তরফে এখনও পর্যন্ত মোট ১৩৭ টি বিবৃতি রেকর্ড করা হয়েছে।

দিল্লি পুলিশ ২৮ এপ্রিল ভারতের বিদায়ী রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে কননট প্লেস থানায় দুটি এফআইআর নথিভুক্ত করেছে, যার মধ্যে একজন নাবালিকা কুস্তিগীরের বাবার দ্বারা দায়ের কড়া অভিযোগের ভিত্তিতে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষার ভিত্তিতে POCSO আইনের অধীনে মামলাও রয়েছে, যাতে দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সুপ্রিম কোর্টের আদেশের পরে নথিভুক্ত এফআইআরগুলি ব্রিজ ভূষণকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারার অধীনে অভিযুক্ত করেছে, যার মধ্যে একজন মহিলাকে তাঁর শালীনতা (ধারা 354), যৌন হয়রানি (354এ) এবং ধাক্কাধাক্কি (354ডি) সহ লাঞ্ছিত করার কথা বলা হয়েছে, যেগুলি জেল হওয়ার শাস্তিযোগ্য। দুই থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

অভিযোগকারীদের মধ্যে অনেকে এও বলেছেন যে, সিং তাঁদের ক্যারিয়ারে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে ‘যৌন সুবিধা নেওয়ার’ চেষ্টা করেছেন। কিন্তু, বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে, তাঁর বিরুদ্ধে আনা একটাও অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজেই নিজেকে ফাঁসি দিয়ে দেবেন।

আরও পড়ুন-

Viral Video: অফিসে ঢুকে গেলে আর বের হতে পারবেন না কর্মচারীরা, কোডিং নিনজাস-এর গেটে তালা লাগালেন দ্বাররক্ষী
Cyclone Biporjoy News: আরব সাগরে বড়সড় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘনীভূত
‘থোবড়াটা দেখা’, অশ্রাব্য ভাষায় অধস্তন কর্মীদের সঙ্গে ‘মামা’ সম্বোধনে তুইতোকারি করে মিটিং করলেন বেসরকারি ব্যাঙ্ক অফিসার

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র