প্রেমের ভয়ঙ্কর পরিণতি! ভিনধর্মী ছেলের সঙ্গে প্রেম করায় ভরা বাজারে বোনকে খুন করল দাদা

Published : Aug 09, 2024, 10:27 AM IST
murder crime news

সংক্ষিপ্ত

উত্তরপ্রদেশের মিরাটে ভিনধর্মের ছেলেকে ভালোবাসায় বোনকে খুন করল দাদা। জনসমক্ষে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় চাঞ্চল্য।

মর্মান্তিক! ভরা বাজারে বোনকে খুন! উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। ভিনধর্মের ছেলেকে ভালবাসায় প্রাণ হারাতে হল কিশোরীকে। ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা।, উত্তরপ্রদেশের মিরাটের ঘটনা। একটি হিন্দু তরুণের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল। জানাজানি হতে রেগে যায় তরুণীর পরিবার। 

ভিনধর্মের ছেলের সঙ্গে প্রেম! ভরদুপুরে ব্যস্ত রাস্তায় বোনকে খুন করল তরুণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। ১৬ বছরের ওই কিশোরী মিরাটের নাগলা শেখু এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: স্বপ্নে টাকা দেখছেন! মারাত্মক ভাবে প্রভাব ফেলতে পারে জীবনে, কী হতে পারে জানলে চমকে যাবেন

এক হিন্দু তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় তরুণী। জানাজানি হতেই তাঁকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করে তার পরিবার।

বুধবার সকালেও এই নিয়ে তাদের বাড়িতে তুমুল ঝামেলা হয়। বাড়ির লোকের সঙ্গে কথা কাটাকাটির পরে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিশোরী। কিশোরীর পিছু করেন তার দাদা হসিনও। এরপরেই সকলের সামনে শ্বাসরোধ করে খুন করে হাসিন।

আরও পড়ুন: "চেনা প্রতিবেশীরাও যেন অচেনা, প্রার্থনা করুন যাতে বেঁচে থাকি" বাংলাদেশে কেমন আছেন হিন্দুরা? জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বাঙালি

এই ঘটনার সময় রাস্তায় ছিলেন অনেকেই। ইন্ডিয়া টুডে-র প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অনেকেই জনসমক্ষে বোনকে হত্যা করতে দেখেছেন তরুনকে। মৃত্যুর পরেও প্রায় কুড়ি মিনিট রাস্তায় পড়েছিল তরুণী। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ময়নাতদন্তে পাঠান হয়েছে কিশোরীর দেহ। গ্রেফতার করা হয়েছে কিশোরির দাদাকে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট
জেনে নিন আজ কোন শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত