Delhi excise policy: মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতাকে টানা ৯ ঘণ্টা জেরা, আবার তলব বৃহস্পতিবার

তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যকে কে কবিতাকে টানা ৯ ঘণ্টা জেরা করল ইডি। আবারও তলব করা হয়েছে আগামী বৃহস্পতিবার।

 

টানা ৯ ঘণ্টা জেরার পরেই রেহাই নেই তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার। শনিবার দীর্ঘ জেরার পরে তাঁকে আবারও আগামী ১৬ মার্চে জিজ্ঞাসাবাদের জন্য তবল করা হয়েছে।  আর্থাৎ আগামী বৃহস্পতিবার আবারও জেরার মুখোমুখী তিনি। এনফের্সমোন্ট ডিরেক্টরেট সূত্রে তেমনই জানা গিয়েছে। দিল্লির মদনীতি কেলেঙ্কারি ইস্যুতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। এই মদনীতি-কাণ্ডে ইতিমধ্যেই বন্দি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সৌসোদিয়া।

ইডি সূত্রে , আবগারি নীতি ও আর্থিক তছরুপ নিয়ে তাঁকে একাধিক প্রশ্ন করা হয়েছে। তার বয়ানও রেকর্ড করেছে ইডি। এদিন সকাল ১১টা দিকে তিনি তুলঘল রোডের তাঁর বাবার সরকারি বাসভবন থেকে এপিজে আবদুল কালাম রোডে ইডির অফিসে আসেন। দীর্ঘ ৯ ঘণ্টা জেরার পরে তিনি রাত ৮ টার দিকে সেখান থেকে বেরিয়ে যান। এক ইডি কর্তা জানিয়েছেন এই মামলায় তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৬ মার্চ তলব করা হয়েছে। তবে এদিন কে কবিতাকে জিজ্ঞাসাবাদের সময় বিআরএস নেতা কর্মীরা ইডির অফসের সামনে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

Latest Videos

দিল্লির মদনীতি-কাণ্ডের তদন্তের অভিমুখ বর্তমানে দিল্লি ছেড়ে দিক্ষণ দিকে মোড় নিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর পরিবর্তিত মদ নীতি থেকে কারা উপকৃত হয়েছিল বা মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ও রাজনীতিবীদদের অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথায় এটি 'সাউথ গ্রুপ' বলে চিহ্নিত হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা দিক্ষণের সেই সব সদস্য বান্ধুদের সাহায্য করতেই মনীশ সিসোদিয়া অর্থমন্ত্রী থাকার সময় মদ নীতিতে পরিবর্তন করেছিলেন। কোনও পরামর্শ চাড়াই 'সাউথ গ্রুপ' কে সহযোগিতা করার জন্য নীতি বদল করা হয়েোছিল।

যাইহোক বর্তমানে ইডির আতস কাঁচের তলায় 'সাউথ গ্রুপ' । এই 'সাউথ গ্রুপ' -এর অন্যতম হলেন কেসিআর কন্যা কে কবিতা। ভারতীয় রাজনীতিতে তিনি কেন্দ্র বিরোধী হিসেবেও পরিচিত। পাশাপাশি প্রধানমন্ত্রীর তীব্র সমালোচক। ৪৪ বছরের কবিতা বলেছেন, ইডির তলব আর মোদীর সমন তাঁর কাছে একই বিষয়। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসা পুরণের জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ

ভিডিও কলে নগ্ন মহিলার সঙ্গে কথা , 'যৌন চাঁদা' গুণতে হল পাঁচ লক্ষ ৩৫ হাজার টাকা

কালই কর্ণাটক সফরে প্রধানমন্ত্রী মোদী, উদ্বোধন করবেন হাম্পির আদলে তৈরি হসপেট রেলস্টেশন

H3N2র সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে COVID-19 আক্রান্তের সংখ্যা, রাজ্যগুলিকে চিঠি লিখে সতর্ক করল কেন্দ্র

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya