কাশ্মীরে ফের পরিযায়ী শ্রমিকদের উপর ফের হামলা, উত্তরপ্রদেশের ২ জনকে গুলি

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের পর থেকে নিয়মিত জঙ্গি হামলা হয়ে চলেছে। ফের পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে জঙ্গিরা। ফলে ভূস্বর্গ ফের ভয়ঙ্কর হয়ে উঠছে।

জম্মু ও কাশ্মীরে ফের পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালাল জঙ্গিরা। শুক্রবার বদগাম জেলায় দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। গত ১২ দিনে এই নিয়ে দ্বিতীয়বার মধ্য কাশ্মীরে অন্য রাজ্যের বাসিন্দাদের উপর হামলা চালাল জঙ্গিরা। শুক্রবার যাঁদের উপর গুলি চালাল জঙ্গিরা, তাঁদের নাম সোফিয়ান (২৫) ও উসমান মালিক (২৫)। তাঁরা উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা। এই দুই যুবক জল শক্তি বিভাগের অধীনে দিনমজুর হিসেবে কাজ করেন। তাঁরাই জঙ্গিদের নিশানায় পড়লেন। আক্রান্ত হওয়ার পর উত্তরপ্রদেশের এই দুই যুবককে শ্রীনগরের বেমিনা অঞ্চলে জেভিসি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।

কাশ্মীরে নিয়মিত জঙ্গি হামলা

Latest Videos

বদগামে পরিযায়ী শ্রমিকদের উপর জঙ্গি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন নিরাপত্তারক্ষীরা। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সম্প্রতি উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা বাড়ছে। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে জঙ্গিরা। এই পরিস্থিতিতে নিরাপত্তারক্ষীদের তৎপরতাও বাড়ছে।

জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিকরা

শুক্রবারের হামলার ঠিক ১২ দিন আগে কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালায় জঙ্গিরা। গান্দেরবাল জেলার সোনমার্গ অঞ্চলে এক নির্মাণক্ষেত্রে নির্বিচারে গুলি চালিয়ে এক চিকিৎসক ও ৬ জন পরিযায়ী শ্রমিককে হত্যা করে জঙ্গিরা। এই চিকিৎসক ও শ্রমিকরা জেড-মোর টানেল নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। এই টানেলের মাধ্যমে মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার গগনীর ও সোনমার্গ যুক্ত হচ্ছে। এর আগে ১৮ অক্টোবর দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় বিহারের এক পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করে জঙ্গিরা। এই শ্রমিকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। এবার বদগামে আক্রান্ত হলেন দুই পরিযায়ী শ্রমিক। ফলে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা, প্রাণ হারালেন ২ জওয়ান-সহ ৪ ব্যক্তি

জম্মু-কাশ্মীরে ফের অভিবাসীদের লক্ষ্য করে হামলা জঙ্গিদের, গুলিবিদ্ধ শ্রমিক

কাশ্মীরে জঙ্গি-সংঘর্ষে শহিদ দুই সেনা জওয়ান! আহত একাধিক, জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News