সংক্ষিপ্ত
জম্মু ও কাশ্মীরে সদ্য বিধানসভা নির্বাচন হয়েছে। কিন্তু নতুন সরকার গঠনের পরেও উপত্যকায় শান্তি ফিরছে না। জম্মু ও কাশ্মীরে নিয়মিত জঙ্গি হামলা চলছে।
কয়েক দিনের ব্যবধানে জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। এবার জম্মু ও কাশ্মীরের গুলমার্গের কাছে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালাল জঙ্গিরা। বৃহস্পতিবার ১৮ রাষ্ট্রীয় রাইফেলসের গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। এই জঙ্গি হামলায় দুই সেনা জওয়ান এবং দু'জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। চারজন সেনা জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে বটপাথরি থেকে সেনাবাহিনীর গাড়ি যখন যাচ্ছিল, সেই সময় হামলা চালায় জঙ্গিরা। এই জঙ্গি হামলায় যে দু'জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তাঁরা সেনাবাহিনীর মালপত্র বহন করতেন। সেই কাজ করতে গিয়েই তাঁরা প্রাণ হারালেন।
জঙ্গি হামলায় সরাসরি পাকিস্তানের হাত?
সেনাবাহিনী সূত্রে খবর, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম এই জঙ্গি হামলা চালিয়ে থাকতে পারে। পাকিস্তানের সেনাবাহিনীর এই বিভাগ এর আগেও সীমান্তের এ পারে একাধিকবার হামলা চালিয়েছে। এবারের জঙ্গি হামলাতেও পাক সেনার হাত থাকতে পারে। প্রত্যন্ত অঞ্চল দিয়ে যখন সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল, সেই সময় গাড়ি ঘিরে ধরে গুলি চালাতে থাকে জঙ্গিরা। এই হামলার পর জঙ্গিদের খোঁজে পাল্টা অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
জঙ্গি হামলার নিন্দায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই জঙ্গি হামলার নিন্দা করে বলেছেন, ‘উত্তর কাশ্মীরের বটপাথরিতে সেনাবাহিনীর গাড়িতে হামলার অত্যন্ত দুর্ভাগ্যজনক খবর পেলাম। এই হামলায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। কাশ্মীরে সম্প্রতি পরপর হামলার ঘটনা উদ্বেগজনক। আমি কঠোরতম শব্দে এই হামলার নিন্দা করছি। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রিয়জনদের প্রতি শোকপ্রকাশ করছি। যাঁরা আহত হয়েছেন, তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করছি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
জম্মু-কাশ্মীরে ফের অভিবাসীদের লক্ষ্য করে হামলা জঙ্গিদের, গুলিবিদ্ধ শ্রমিক
কাশ্মীরে জঙ্গি-সংঘর্ষে শহিদ দুই সেনা জওয়ান! আহত একাধিক, জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি
রাতের অন্ধকারে কাশ্মীরে গুলির লড়াই, পাক জঙ্গিদের অনুপ্রবেশ বানচাল করতে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় সেনা